Laal Singh Chaddha: আমিরের প্রতি মায়ের স্নেহ, করিনার ভালবাসা মুগ্ধ করবে 'লাল সিং চাড্ডার' ট্রেলার
লাল সিং চাড্ডার ট্রেলারে আমির খানের দেখা মিলছে লাল হিসেবে। করিনা কাপুর খানকে দেখা যাচ্ছে, আমিরের প্রেয়সীর ভূমিকায়। ছোট থেকেই করিনার ভালবাসায় মুগ্ধ আমির।
দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল লাল সিং চাড্ডার (Laal Singh Chaddha) ট্রেলার। লাল সিং চাড্ডার ট্রেলারে আমির খানের (Aamir Khan) দেখা মিলছে লাল হিসেবে। করিনা কাপুর খানকে দেখা যাচ্ছে, আমিরের প্রেয়সীর ভূমিকায়। ছোট থেকেই করিনার (Kareena Kapoor Khan) ভালবাসায় মুগ্ধ আমির। রয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মোনা সিং। লালের মায়ের ভূমিকায় দেখা যাচ্ছে মোনা সিংকে। সবকিছু মিলিয়ে লাল সিং চাড্ডার ট্রেলার প্রকাশ্যে আসতেই তা মন কেড়ে নেয় দর্শকদের।
View this post on Instagram
লাল সিং চাড্ডার ট্রেলার প্রকাশ্যে আসতেই তা শেয়ার করেন করিনা কাপুর খান। করিনা বলেন, এই ছবি সব সময় তাঁর কাছে স্পেশাল। মহামারী, লকডাউনের (Lockdown) পর তিনি যখন দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা, সেই সময় এই সিনেমার শ্যুট করেন তিনি। ফলে তাঁর জেহ বাবাও এই ছবির অংশ। সারা জীবন এই ছবি তাঁর কাছে এক অনন্য মাত্রা পাবে বলেও মন্তব্য করেন করিনা কাপুর খান।