Salman Khan: 'সাপের চেয়েও বিষধর', সলমন খানের সর্প দংশনের ঘটনায় আক্রমণ

পানভেলের বাগান বাড়ি থেকে সলমন খানকে সাপ সকামড়ায়। সাপের কামড়ের পরপরই অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ৬ ঘণ্টা চিকিৎসার পর হাসপাতাল থেকে মুক্তি পান সলমন।

Salman Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ২৭ ডিসেম্বর: সলমন খানকে কটাক্ষ করলেন কামাল আর খান (KRK)। সলমনের সাপের কামড়ের খবর প্রকাশ্য়ে আসার পর তাঁকে পালটা কটাক্ষ করেন স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কামাল আর খান। কেআরকে নিজের সোশ্যাল হ্যান্ডেলে এতটি ট্যুইট করেন। যেখানে তিনি বলেন, সাপ ঠিক কাজই করেছিল কিন্তু সে নিজেই মরে গিয়েছে। যাঁকে কামড়েছে সাপ, তাঁর বিষ এত জোরদার ছিল যে সে নিজেই মরে গিয়েছে। দেখুন কী লিখলেন কেআরকে...

 

তবে এই প্রথম নয় য়ে কেআরকে কোনও বিষয়ে এমন কটাক্ষ করলেন। কোনও ছবির রিভিউ হোক কিংবা বলিউডের (Bollywood) কোনও বিষয়, প্রায় সব সময়ই নিজের মত প্রকাশ করেন কামাল আর খান। আর এবার সলমনের (Salman Khan) সাপের কামড় নিয়ে বলিউড ভাইজানকে পালটা কটাক্ষ করেন কেআরকে।

আরও পড়ুন:  Pop Singer Bitten By Snake: শ্যুটের সময় পপ তারকাকে সাপের কামড়, দেখুন ভয়ঙ্কর ভিডিয়ো

পানভেলের বাগান বাড়ি থেকে সলমন খানকে সাপ সকামড়ায়। সাপের কামড়ের পরপরই অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ৬ ঘণ্টা চিকিৎসার পর হাসপাতাল থেকে মুক্তি পান সলমন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সোমবার পরিবার এবং ঘনিষ্ঠদের ফের পানভেলের বাগান বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান পালন করছেন অভিনেতা।