Kisi Ka Bhai Kisi Ki Jaan Box Office: বক্স অফিসে সলমনের ভরাডুবি, মন্থর গতিতে ছুটছে ‘কিসি কা ভাই কিসি কি জান’

২১ এপ্রিল ঈদ উপলক্ষ্যে মুক্তি পেয়েছে কিসি কা ভাই কিসি কি জান। ছবির প্রথম দিনের ব্যবসা বেশ অনেকটাই হতাশাজনক ছিল।

Kisi Ka Bhai Kisi Ki Jaan (Photo Credits: Instagram)

মুম্বই, ২৪ এপ্রিলঃ পাঠান এর (Pathaan) বক্স অফিস মাত করা ব্যবসা দেখে চলচ্চিত্র বিশ্লেষকদের অনুমান ছিল কিসি কা ভাই কিসি কা জানের (Kisi Ka Bhai Kisi Ki Jaan) বক্স অফিস সংগ্রহ আকাশছোঁয়াই হবে। কিন্তু সলমনের (Salman Khan) ছবির ব্যবসা আশানুরূপ হল না। বক্স অফিসে অনেকটাই মন্থর গতিতে ছুটছে সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan Box Office)।

প্রতি বছরই ঈদে ভাইজান তাঁর অনুরাগীদের একটি করে ছবি উপহার দেন। মাঝে করোনা (Corona Virus) পরিস্থিতিতে সেই চেনা ছন্দের পতন ঘটলেও আবার ঈদে (Eid 2023) প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন ভাইজান (Salman Khan)।

২১ এপ্রিল ঈদ উপলক্ষ্যে মুক্তি পেয়েছে কিসি কা ভাই কিসি কি জান। ছবির প্রথম দিনের ব্যবসা বেশ অনেকটাই হতাশাজনক ছিল। শুক্রবার প্রথম দিন ছবি ব্যবসা করেছিল ১৫ কোটি ৮১ লক্ষ। দ্বিতীয় দিন ঈদে ছবির ব্যবসা বেড়েছে কিছুটা। ২৫ কোটি ৭৫ লক্ষ। রবিবার ছবি ব্যবসা করেছে ২৬ কোটি ৭৫ লক্ষ। সব মিলিয়ে সপ্তাহান্তে কিসি কা ভাই কিসি কি জানের ব্যবসা দাঁড়িয়ে ৬৮ কোটিতে।

 



@endif