Kartik-Alaya on Bigg Boss 16: আলায়াকে সঙ্গে নিয়ে বিগ বসের ঘরে কার্তিক, জমজমাট ‘উইকেন্ড কা ভার’

Kartik Aaryan and Alaya F (Photo Credit: Instagram)

মুম্বই, ৩০ নভেম্বরঃ চলতি বছর বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) জন্যে বেশ সুখকর। ‘ভুল ভুলাইয়া টু’ (Bhool Bhulaiyaa 2) এর অসাধারণ সাফল্যের পর এবার ‘ফ্রেডি’ (Freddy) নিয়ে আসতে চলেছেন অভিনেতা। আলায়া এফের (Alaya F) সঙ্গে ছবিতে জুটি বেঁধেছেন কার্তিক। আর ছবির প্রচারের জন্যেই দুই তারকা হাজির হবেন ‘বিগ বস’ এর ঘরে। ‘উইকেন্ড কা ভার’এ সলমনের (Salman Khan) সঙ্গে থাকবেন কার্তিক এবং আলায়া এফ (Kartik-Alaya in Bigg Boss 16)।

বিগ বসের (Bigg Boss) মঞ্চে ছবির প্রচার নতুন কোন বিষয় নয়। তারকারা মাঝে মধ্যেই আসন্ন ছবির প্রচারে হাজির জন বিগ বসের ঘরে। শশাঙ্ক ঘোষ পরিচালিত ছবি ‘ফ্রেডি’তে (Freddy) জুটিতে দেখা যাবে কার্তিক আরিয়ান এবং আলায়া এফকে (Kartik-Alaya)। নিজের চেনা ঘরানা ছেড়ে এই প্রথমবার থ্রিলার ছবিতে কাজ করতে চলেছেন অভিনেতা। এতো দিন কার্তিককে তাঁর দর্শকরা কমেডি কিংবা রোম্যান্টিক ছবিতেই দেখে এসেছে। তবে এবার সে নিজের খোলস ছেড়ে বেরোচ্ছে। ভাইরাল গানে লাস্যময়ী নুসরত, দেখুন ভিডিয়ো

ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ফ্রেডি’ (Freddy)। ছবিতে কার্তিক একজন ডেন্টিস্টের ভূমিকায় অভিনয় করবেন। যার মধ্যে রয়েছে দ্বৈতসত্ত্বা। বাইরে থেকে যাকে ভীষণ সরল মনে হলেও আসলে যে একজন ঠাণ্ডা মাথার খুনি। এই দুটো সত্ত্বাকেই সে নিজের মধ্যে বহন করে চলে। রহস্য-রোমাঞ্চ-রোমান্সে ভরা এই ছবির পথ চেয়ে বসে রয়েছেন কার্তিক অনুগামিরা।

আগামী বছর অ্যাকশন হিরো অবতারে দেখা মিলবে কার্তিকের। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে কার্তিক অভিনীত ‘শেহজাদা’র (Shehzada) টিজার। এই ছবিতে কার্তিকের বিপরীতে থাকছেন কৃতি স্যানন (Kriti Sanon)।