Kareena Kapoor Khan: করিনা ৪১-এ, মালদ্বীপে মায়াবী সন্ধ্যায় সইফের সঙ্গে 'রোমান্টিক' অভিনেত্রী

বয়স বাড়ছে৷ তা সত্ত্বেও করিনা যেন বয়সের ঘড়িতে তালা দিয়েছেন গ্ল্যামারাস অবতার নিয়ে৷ ফলে জন্মদিনের সন্ধ্যায় করিনা যখনই নিজের সোশ্যাল হ্যান্ডেলে মায়াবী রাতের ছবি শেয়ার করেন, তা অনুরাগীদের মন কেড়ে নেয়৷

Kareena Kapoor Khan, Saif Ali Khan (Photo Credit: Kareena Kapoor Khan/Instagram)

মুম্বই, ২১ সেপ্টেম্বর: মঙ্গলবার ৪১-এ পড়লেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)৷ একচল্লিশের জন্মদিন সইফের সঙ্গে মালদ্বীপের (Maldives)  সৈকতে কাটালেন করিনা কাপুর খান৷ নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবিও শেয়ার করেন অভিনেত্রী৷

যেখানে কোথাও রাতের সৈকতের মায়াবী ছবি শেয়ার করতে দেখা যায় করিনা কাপুর খানকে৷ আবার কোথাও সইফের সঙ্গে অন্তরঙ্গ ছবি শেয়ার করতে দেখা যায় 'ভীরে দি ওয়েডিং' অভিনেত্রীকে৷ সবকিছু মিলিয়ে করিনা যখনই নিজের সোশ্যাল হ্যান্ডেলে জন্মদিনের রাতের ছবি শেয়ার করেন, তা অনুরাগীদের মন কেড়ে নেয়৷

আরও পড়ুন: Sonu Sood: রাজ্যসভার দাঁড়ানোর প্রস্তাব ফেরাতেই সোনু সুদের অফিসে তল্লাশি? কী বললেন 'গরীবের মসিহা'

দেখুন করিনা কাপুর খানের শেয়ার করা ছবি...

'ভূত পুলিশের' শ্যুটিং এবং প্রমোশন সেরে জন্মদিনের জন্য করিনাকে নিয়ে মালদ্বীপে উড়ে যান সইফ আলি খান (Saif Ali Khan)৷ অন্যদিকে করিনা 'লাল সিং চাড্ডার' বেশ কিছু কাজ সেরে মালদ্বীপে দুই সন্তান এবং সইফের সঙ্গে ছুটি কাটাতে উড়ে যান৷



@endif