Kareena Kapoor Khan: করণের কাছে আসছেন করিনা, ছবিতে চমকে উঠলেন অনুরাগীরা
কফি উইথ করণ-এর কাউচে বসে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে অপমান করেছেন কেজো। এমনই অভিযোগ করেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারার অনুরাগীরা। এসবের মাঝে এবার নয়া ছবি শেয়ার করলেন করিনা কাপুর খান।
মুম্বই, ২৭ জুলাই: কফি উইথ করণ ( Koffee With Karan 7) নিয়ে ফের বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে একচটু একটু করে। কফি উইথ করণ-এর কাউচে বসে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে অপমান করেছেন কেজো। এমনই অভিযোগ করেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারার অনুরাগীরা। এসবের মাঝে এবার নয়া ছবি শেয়ার করলেন করিনা কাপুর খান। যেখানে করিনা এবার করণের কফি উইথ করণ-এর কাউচে হাজির হবেন বলে মনে করছেন অনেকে। করিনা কালো রঙের শ্যুটে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি শেয়ার করেন। যে ছবিতে আই লাইক মাই কফি ব্ল্যাক বলে ক্যাপশন জুড়তে দেখা যায় অভিনেত্রীকে। অর্থাৎ করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) যে প্রিয় বন্ধু করণের চ্যাট শোয়ে হাজির হচ্ছেন, তা কার্যত স্পষ্ট। যদিও করিনা নিজের ছবির সঙ্গে ক্যাপশন জুড়লেও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। দেখুন করিনা কাপুর খানের সেই ছবি...
View this post on Instagram
প্রসঙ্গত লাল সিং চাড্ডার পর করিনা কাপুর খান আর কোনও ছবিতে স্বাক্ষর করেছেন কি না, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। লাল সিং চাড্ডার শ্যুটিংয়ের শেষ প্রান্তে হাজির হয়ে অন্তঃসত্ত্বা হন করিনা। জেহ জন্মের আগে ছবির শ্যুটিং শেষ করে তবে মার্তৃত্বকালীন ছুটিতে যান বেবো।
আরও পড়ুন: Mouni Roy: বিকিনিতে মৌনী, মন্ত্রমুগ্ধ বাঙালি কন্যা অনুরাগীরা
যা নিয়ে ওই সময় জোর চর্চা শুরু হয়ে যায় বি টাউন জুড়ে।