Kareena Kapoor Khan Birthday: লাস্যময়ী নায়িকা থেকে সত্যান্বেষী, বলিউডে ২৫টি বসন্ত পার করে কত বছরে পা দিলেন করিনা?

যত সময় গিয়েছে অভিনয় জগতে আরও বেশি নিজেকে মেলে ধরেছেন নায়িকা। সুন্দরী লাস্যময়ী নায়িকা থেকে হয়ে উঠেছেন পোক্ত অভিনেত্রী।

Kareena Kapoor Khan Birthday (Photo Credits: X)

মুম্বই, ২১ সেপ্টেম্বরঃ বলিউডের জনপ্রিয় কাপুর পরিবারের সন্তান তিনি। সোনার চামচ মুখে নিয়েই জন্ম তাঁর। তবে তারকা পরিবারে জন্ম হওয়ার সুবাদে এক ঝটকায় চলচ্চিত্রে সুযোগ পাওয়া খুব সহজ হলেও দর্শকের মনে জায়গা করতে পারলে তবেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সম্ভব। নয়তো হারিয়ে যেতে বহু তারকাসন্তানের মতই। অভিনেত্রী করিনা কাপুর সদ্যই বলিউডে ২৫ বছর পার করেছেন। নিজের পায়ের তোলার জমি শক্ত করেছেন বহু আগেই। আজ ২১ সেপ্টেম্বর নায়িকার জন্মদিনে তাঁকে ভালোবাসায় ভরালেন তাঁর অনুরাগীরা। কত বছরে পা দিলে বলিউডের বেবো?

বলিউডে ২৫টি বসন্ত পার করা সুন্দরী অভিনেত্রী জীবনের ৪৩টি বসন্ত পার করে ৪৪ বছরে পা দিলেন। যত সময় গিয়েছে অভিনয় জগতে আরও বেশি নিজেকে মেলে ধরেছেন নায়িকা। সুন্দরী লাস্যময়ী নায়িকা থেকে হয়ে উঠেছেন পোক্ত অভিনেত্রী। তাই তো কভি খুশি কভি গাম, যব ইউ মেট, থ্রি ইডিয়টসের পর জানে না, বাকিংহাম মার্ডারসের মত থ্রিলারের মুখ হয়েছেন করিনা। নিজের চেনা ছক দুমড়ে মুচড়ে ভেঙ্গেছেন নায়িকা। বাকিংহাম মার্ডারসে সত্যান্বেষী চরিত্রে বেবো। তাই স্বাভাবিকভাবেই মুখে রূপটান এবং পোশাকের জেল্লা দুটোই কম ছিল চরিত্রে। তবে নিজের করিশমা তেই জেল্লাদার করিনা।

করিনাকে এক ভক্তের জন্মদিনের শুভেচ্ছা...

অভিনয়ের পাশাপাশি নায়িকায় ব্যক্তিগত জীবনও বেশ চমকপ্রদ। নিজের থেকে দশ বছরের বড় সইফ আলি খানকে বিবাহ করে নবাব ঘরের পুত্রবধূ হন করিনা। ২০১২ সালে সইরফ-করিনার চারহাত এক হয়। তবে করিনার আগে অভিনেত্রী অমৃতা রাওয়ের সঙ্গে বিয়ে এসেছিলেন সইফ। তাও মাত্র ২১ বছর বয়সে। সেই সময়ে অমৃতার বয়স ছিল ৩৩। মজার বিষয় হল, সইফ-অমৃতার বিয়ের অনুষ্ঠানে ১১ বছরের করিনা ছিলেন অতিথি। ২০০৪ সালে অমৃতার সঙ্গে ঘর ভাঙে সইফের। দুই সন্তান রয়েছে তাঁদের, সারা এবং ইবাহিম। এদিকে দুই সন্তান তৈমুর এবং জেহ-কে নিয়ে চুটিয়ে সংসার করছেন সইফ-করিনা।



@endif