Kareena Kapoor Khan: সঙ্গে তৈমুর, জেহ, ব্যক্তিগত বিমানে চেপে মালদ্বীপে উড়ে গেলেন 'সইফিনা'
জানা যাচ্ছে, সইফ আলি খানের ৫১ বছরের জন্মদিন উদযাপন করতেই বলিউডের এই 'পাওয়ার কাপল' মালদ্বীপে উড়ে যান।
মুম্বই, ১৪ অগাস্ট: মালদ্বীপে ( Maldives) উড়ে গেলেন করিনা কাপুর খান এবং সইফ আলি খান। মুম্বই থেকে মালদ্বীপের উদ্দেশে শনিবার উড়ে যান সইফ, করিনারা। তৈমুর এবং জেহ আলি খানকে নিয়েই ছুটি কাটাতে যান সইফ, করিনা।
ভিরল ভায়ানির তরফে শনিবার একটি ভিডিয়ো শেয়ার করা হয়। যেখানে সইফ এবং করিনাকে (Kareena Kapoor Khan) মুম্বই (Mumbai) বিমানবন্দরে হাজির হতে দেখা যায়। জানা যায়, ব্যক্তিগত বিমান ভাড়া করেই সইফরা মালদ্বীপে উড়ে যান। মুম্বই বিমানবন্দরে করিনারা এসে পৌঁছলে, তৈমুরকে (Taimur Ali Khan) বাবা-মায়ের সঙ্গে দেখা যায়। অন্যদিকে সইফিনার কনিষ্ঠ সন্তানকে দেখা যায় আয়ার কোলে চড়ে বিমানবন্দরে হাজির হতে।
View this post on Instagram
জানা যাচ্ছে, সইফ আলি খানের (Saif Ali Khan) ৫১ বছরের জন্মদিন উদযাপন করতেই বলিউডের এই 'পাওয়ার কাপল' মালদ্বীপে উড়ে যান।
আরও পড়ুন: Rhea Kapoor: অনিল কাপুরের বাড়িতে ফের বিয়ে, গাঁটছড়া বাঁধছেন রিয়া কাপুর
সম্প্রতি কনিষ্ঠ সন্তানের নাম প্রকাশ্যে আনেন করিনা কাপুর খান। জানা যায়, তৈমুরের ভাইয়ের নাম তাঁরা রেখেছেন জেহ আলি খান (Jeh Ali Khan)। করিনার কনিষ্ঠ সন্তানের নাম শুনে যেমন তাঁর অনুরাগীদের একাংশ খুশি প্রকাশ করেন, তেমনি অন্য অংশ জোর সমালোচনাও শুরু করে দেন।