Rambha: গাড়ি দুর্ঘটনার কবলে রম্ভা, 'জুড়ুয়া' অভিনেত্রীর মেয়ে ভর্তি হাসপাতালে, প্রার্থনার আবেদন

যদিও রম্ভার ছোট মেয়ে সাসাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। চোট সামান্য লাগলেও, সাসাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে বলে জানান অভিনেত্রী। রম্ভা আরও বলেন, খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁরা। প্রত্যেকে যাতে তাঁর পরিবারের জন্য প্রার্থনা করেন, সেই আবেদনও জানান 'জুড়ুয়া' অভিনেত্রী।

Rambha (Photo CreditL Instagram)

নিউ ইয়র্ক, ১ নভেম্বর: দুর্ঘটনার কবলে বলিউড (Bollywood) অভিনেত্রী রম্ভা (Rambha) । মার্কিন মুলুকে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন 'জুড়ুয়া' অভিনেত্রী রম্ভা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই খবর প্রকাশ করেন বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী। তিনি জানান, দুই মেয়েকে স্কুল থেকে আনার সময় দুর্ঘটনা ঘটে। তাঁদের গাড়ি ধাক্কা খায়। যার জেরে রম্ভা, তাঁরদুই মেয়ে এবং তাঁদের আয়ার আঘাত লেগেছে। তবে আঘাত খুব একটা গুরুতর নয় কারও। যদিও রম্ভার ছোট মেয়ে সাসাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। চোট সামান্য লাগলেও, সাসাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে বলে জানান অভিনেত্রী। রম্ভা আরও বলেন, খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁরা। প্রত্যেকে যাতে তাঁর পরিবারের জন্য প্রার্থনা করেন, সেই আবেদনও জানান জুড়ুয়া অভিনেত্রী। দেখুন কী লিখলেন রম্ভা...

 

 

View this post on Instagram

 

হিন্দি, তামিল, তেলুগু-সহ একাধিক ছবিতে অভিনয় করেন রম্ভা। জুড়ুয়ায় অভিনয় করে বলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী হয়ে ওটেন রম্ভা। যদিও বর্তমানে অভিনয় থেকে সরে গিয়ে স্বামী, সন্তানদের নিয়ে চুটিয়ে সংসার করছেন রম্ভা।