Jubin Nautiyal Accident: দুর্ঘটনায় আহত জুবিন নটিয়াল, চিন্তায় ভক্তকুল  

মুম্বই, ২ ডিসেম্বরঃ বলিউডের খ্যাতনামা গায়ক জুবিন নটিয়াল দুর্ঘটনায় (Jubin Nautiyal Accident) গুরুতর আহত। মুম্বইয়ের সংবাদ মাধ্যম মিড-ডে সূত্রে খবর, নিজের বিল্ডিংয়ের সিঁড়ি থেকে পড়ে গুরুতর জখম হয়েছেন গায়ক (Junin Nautiyal)। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। তড়িঘড়ি শিল্পীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। নেটফ্লিক্স সাবস্ক্রিপশনের নামে সাইবার জালিয়াতির, খোয়া গেল ১ লক্ষ টাকা

দেখুনঃ 

 

সংবাদ মাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, সিঁড়ি থেকে পড়ে গিয়ে কনুই ভাঙে জুবিনের। এছাড়াও তাঁর পাঁজর চির খেয়েছে। এমনকি মাথাতেও চোট লেগেছে। জুবিনের দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে উঠেছেন তাঁর ভক্তরা। শিল্পীর দ্রুত সুস্থতা কামনা করছেন তাঁর সমগ্র ভক্তকুল। যদিও জুবিনের শারীরিক পরিস্থিতি নিয়ে এখনও কিছু জানা যায়নি।