IPL Auction 2025 Live

Jiah Khan Suicide: জিয়া খান মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ থেকে মুক্ত সূরজ পাঞ্চোলি

অভিনেত্রীর সুইসাইড নোট উদ্ধারের পরই জুহু পুলিশের তরফে গ্রেফতার করা হয় সূরজ পাঞ্চোলিকে। যদিও পরে এই মামলায় জামিনে মুক্তি পান সূরজ পাঞ্চোলি। জিয়া খানের মায়ের দাবি, তাঁর কন্যাকে খুন করা হয়েছে।

Jiah Khan, Sooraj Pancholi (Photo Credit: Instagram)

মুম্বই, ২৮ এপ্রিল: জিয়া খান মামলায় রায় শোনাল সিবিআইয়ের বিশেষ আদালত। জিয়া খানের আত্মহত্যায় প্ররোচনার মামলার অভিযোগ থেকে মুক্তি পেলেন অভিনেতা সূরজ পাঞ্চোলি।

২০১৩ সালের ৩ জুন মুম্বইয়ের জুহুর ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে মৃত অবস্থায় উদ্ধার করা হয় অভিনেত্রী জিয়া খানকে। জিয়া আত্মহত্যা করতে পারেন না। এমন দাবিতে অভিনেতা সূরজ পাঞ্চোলির বিরুদ্ধে ফুঁসে উঠতে শুরু করেন জিয়া খানের মা রাবিয়া খান। যা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। জিয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সূরজ পাঞ্চোলিকে। মুম্বইয়ের জুহু পুলিশের তরফে গ্রেফতার করা হয় সূরজ পাঞ্চোলিকে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় দায়ের করা হয় অভিযোগ।

আরও পড়ুন: Jiah Khan Suicide: জিয়া খান মামলার রায়দানের আগে আদালতে মাকে নিয়ে আদালতে সূরজ পাঞ্চোলি

জিয়া খানের মৃতদেহের পাশ থেকে পুলিশ সুইসাইড নোট উদ্ধার করে। যেখানে সূরজ পাঞ্চোলির বিরুদ্ধে জিয়া সরব হন। সূরজের সঙ্গে তাঁর সম্পর্কে যে দড়ি টানাটানি ছিল, সে বিষয়ের উল্লেখ করেন জিয়া খান। ২০১২ সালের সেপ্টেম্বর মাস থেকে সম্পর্কে জড়ান আদিত্য সূরজ পাঞ্চোলি এবং জিয়া খান।

অভিনেত্রীর সুইসাইড নোট উদ্ধারের পরই জুহু পুলিশের তরফে গ্রেফতার করা হয় সূরজ পাঞ্চোলিকে। যদিও পরে এই মামলায় জামিনে মুক্তি পান সূরজ পাঞ্চোলি। জিয়া খানের মায়ের দাবি, তাঁর কন্যাকে খুন করা হয়েছে। এরপর ২০১৪ সালে জিয়া খানের হত্যা রহস্য উন্মোচনের দায়ভার বর্তায় সিবিআইয়ের উপর।