Jawan Song Zinda Banda: ঝড় তুলল জিন্দা বান্দা, মুক্তি পেল জওয়ান-এর প্রথম গান

এই গানে শাহরুখ খানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে ১ হাজারেরও বেশি ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীকে। ভিন্ন রাজ্যের ভিন্ন লোকেশনে শুটিং হয়েছে 'জিন্দা বান্দার'। আজ সোমবার মুক্তি পেয়েছে গানটি।

Jawan Song Zinda Banda OUT (Photo Credits: YouTube)

মুম্বই, ৩১ জুলাইঃ অনুরাগীদের জন্যে একের পর এক বড় চকম নিয়ে আসছেন অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan)। চলতি বছরের শুরুতেই মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' (Pathaan)। দীর্ঘ পাঁচ বছরের বিরতির পর বড় পর্দায় শাহরুখের কামব্যাক। পাঠানের ঝড়ে ভেঙেচুরে গিয়েছিল অতীতের বক্স অফিসের সমস্ত রেকর্ড। হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পাঠান প্রথম ছবি যা বক্স অফিসে ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে। তাই পাঠানের পর 'জওয়ান' (Jawan) নিয়েও একই ভাবে আশাবাদী চলচ্চিত্র নির্মাতারা। আগেই মুক্তি পেয়েছে ছবি প্রিভিউ। যা দেখে রীতিমত হতবাক দর্শককুল। ছবিতে শাহরুখ খানের সমস্ত লুক তাক লাগিয়েছে তাঁদের। সোজা ক্লিন বোল্ড যাকে বলে আর কি। আজ সোমবার মুক্তি পেল 'জওয়ান'এর প্রথম গান 'জিন্দা বান্দা' (Jawan Song Zinda Banda)।

অ্যাটলি (Atlee) পরিচালিত 'জওয়ান'এর (Jawan) এই গান নিয়ে মুক্তির আগে থেকেই চর্চা শুরু হয়ে গিয়েছিল দর্শকমহলে। এই গানে শাহরুখ খানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে ১ হাজারেরও বেশি ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীকে। ভিন্ন রাজ্যের ভিন্ন লোকেশনে শুটিং হয়েছে 'জিন্দা বান্দার' (Zinda Banda)। পাঁচ দিন ব্যাপী মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মাদুরাই সহ আরও কয়েকটি শহরের শুটিং চলেছিল গানের। জানা গিয়েছে, 'জওয়ান'এর এই একটি গানের পিছনেই খরচ হয়েছে ১৫ কোটি টাকা। হিন্দি ভাষার পাশাপাশি তামিল এবং তেলেগু ভাষাতেও মুক্তি পেয়েছে 'জিন্দা বান্দা'। গানের সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ। সেই সঙ্গে গানে গলাও দিয়েছেন তিনি।

মুক্তি পেল জিন্দা বান্দা... 

ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন অভিনেতার স্ত্রী গৌরী খান ()। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখ, নয়নতারা, বিজয় সেতুপতি এবং দীপিকা পাড়ুকোন অভিনীত 'জওয়ান' (Jawan)।