Ira Khan: 'ইরাকে স্পর্শ করবেন না', আমির কন্যার প্রেমিককে কড়া সতর্কতা
সম্প্রতি আমির খানের ফিটনেস ট্রেনার নূপুর শিখরের সঙ্গে সম্পর্কে জড়ান ইরা খান। বিভিন্ন সময় ইরা খানের সঙ্গে নূপুর শিখরে ছবিও প্রকাশ করেন। এমনকী, আমির খানের বাগান বাড়িতেও একান্তে সময় কাটাতে দেখা যায় ইরা এনং নূপুরকে। যা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়।
মুম্বই, ১৭ জানুয়ারি: 'ইরা আমার ভালবাসা, ওঁকে স্পর্শ করবেন না'। আমির (Aamir Khan) কন্যার ভালবাসার মানুষকে কার্যত এভাবেই সতর্ক করলেন এক ব্যক্তি। যা নিয়ে নেট পাড়ায় শুরু হয়েছে হাসির রোল। ইরা খানের (Ira Khan) বন্ধু নূপুর শিখরে সেই স্ক্রিনশট নিয়ে জের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন। যেখানে ইরাকে যেন নূপুর (Nupur Shikhare) স্পর্শ না করেন বলে সতর্ক করা হয়। যদিও নূপুর শিখরে বেশ মজার ছলেই ওই ইরাভক্তের মেসেজ প্রকাশ্যে আনেন। ইরা খান অবশ্য এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।
দেখুন...
View this post on Instagram
সম্প্রতি আমির খানের ফিটনেস ট্রেনার নূপুর শিখরের সঙ্গে সম্পর্কে জড়ান ইরা খান। বিভিন্ন সময় ইরা খানের সঙ্গে নূপুর শিখরে ছবিও প্রকাশ করেন। এমনকী, আমির খানের বাগান বাড়িতেও একান্তে সময় কাটাতে দেখা যায় ইরা এনং নূপুরকে। যা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়।
আরও পড়ুন: Nusrat Jahan: হাজির 'ময়ূরী' রূপে, মা হওয়ার পর নয়া ভিডিয়োতে চোখ ঝলসে দিলেন নুসরত জাহান, দেখুন
আমির খান যদিও ইরা এবং নূপুরের সম্পর্ক নিয়ে একনও কোনে মন্তব্য করেননি।