Karishma Tanna's Wedding: মৌনীর পর বিয়ের পিঁড়িতে করিশ্মা তান্না, দেখুন অভিনেত্রীর গায়ে হলুদের ছবি

জীবনে অন্যতনম খুশির মুুহূর্তে তিনি হাজির বলে মন্তব্য করেন করিশ্মা তান্না। যেখানে ব্যবসায়ী বরুণ বাঙ্গেরার সঙ্গে হাসিখুশি মুখে দেখা যায় করিশ্মাকে।

Karishma Tanna's Haldi (Photo Credit: Instagram)

মুম্বই, ৩ ফেব্রুয়ারি: মৌনী রায়ের (Mouni Roy) পর এবার বিয়ে করছেন করিশ্মা তান্না (Karishma Tanna)। ব্যবসায়ী বরুণ বাঙ্গেরার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন করিশ্মা। আগামী ৫ ফেব্রুয়ারি বসবে করিশ্মা তান্না এবং বরুণ বাঙ্গেরার বিয়ের আসর। বিয়ের আগে এবার নিজের গায়ে হলুদের ছবি শেয়ার করলেন করিশ্মা। গায়ে হলুদের অনুষ্ঠানে সাদা রঙের পোশাক পরে ফুলের সাজে দেখা যায় জনপ্রিয় টেলি অভিনেত্রীকে।

জীবনে অন্যতনম খুশির মুুহূর্তে তিনি হাজির বলে মন্তব্য করেন করিশ্মা তান্না। যেখানে ব্যবসায়ী বরুণ বাঙ্গেরার ( Varun Bangera ) সঙ্গে হাসিখুশি মুখে দেখা যায় করিশ্মাকে।

আরও পড়ুন: Mouni Roy: বিয়ের পর পুল পার্টিতে সূরযের ঠোঁটে গভীর চুম্বন মৌনীর, দেখুন ভিডিয়ো

দেখুন করিশ্মা তান্নার গায়ে হলুদের ছবি...

 

 

View this post on Instagram

 

নতুন বছরের প্রথম দিনে অর্থাৎ ১ জানুয়ারি ব্যবসায়ী বরুণ বাঙ্গেরার সঙ্গে নিজের সম্পর্কে শিলমোহর বসান করিশ্মা তান্না। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি শেয়ার করে বরুণের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ করেন অভিনেত্রী।