Ileana D'Cruz Welcome Baby Boy: মা হলেন ইলিয়ানা ডিক্রুজ, সদ্যজাতের ছবি ও নাম প্রকাশ করলেন নতুন মা

গত ১ অগাস্ট নায়িকা জন্ম দিয়েছেন পুত্র সন্তানের। জন্মের পাঁচ দিনের মাথায় সদ্যজাতের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন নতুন মা। একরত্তির সঙ্গে পরিচয় করালেন ভক্তদের। ছেলের কী নাম রেখেছেন তাও জানালেন।

Ileana D'Cruz Welcome Baby Boy (Photo Credits: Instagram)

মুম্বই, ৬ অগাস্টঃ অবশেষ প্রতীক্ষার অবসান। বলি অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজের কোল আলো করে এল ফুটফুটে সন্তান (Ileana D'Cruz Welcome Baby Boy)। গত ১ অগাস্ট নায়িকা জন্ম দিয়েছেন পুত্র সন্তানের। জন্মের পাঁচ দিনের মাথায় সদ্যজাতের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন নতুন মা। একরত্তির সঙ্গে পরিচয় করালেন ভক্তদের। ছেলের কী নাম রেখেছেন তাও জানালেন।

বিয়ের আগেই মা হয়েছেন ইলিয়ানা ডিক্রুজ (Ileana D'Cruz)। অন্তঃসত্ত্বা হওয়ার খুশি তিনি নিজেই গর্ভ করে জানিয়েছেন সকলকে। গত এপ্রিল মাসে নায়িকা জানিয়েছিলেন তিনি মা হতে চলেছেন। আসন্ন সন্তানের বিষয়ে শুরু থেকেই কোন রাখঢাক রাখেননি তিনি। বরং গর্ভবস্থার প্রতিটা ধাপে নিজের অনুভূতি শেয়ার করেছেন তার ভক্তদের সঙ্গে। উপভোগ করেছেন প্রতিটা মুহূর্ত। যদিও বিয়ে না করে ইলিয়ানার মা হওয়ার বিষয়টা ভালো চোখে দেখেননি অনেকেই। গর্ভবস্থায় উঠেছিল নানা প্রশ্ন। সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। সেই সমস্ত কটাক্ষ, সমালোচনায়  কর্নপাত করেননি তিনি। বরং নিজের গর্ভবস্থা চুটিয়ে উপভোগ করেছেন।

সদ্যজাতের ছবি... 

 

View this post on Instagram

 

A post shared by Ileana D'Cruz (@ileana_official)

নায়িকার সন্তানের বাবা কে তা নিয়ে একসময়ে কম জলঘোলা হয়নি। মাঝে কয়েকবার প্রেমিকের সঙ্গে আবছা ছবি শেয়ার করলেও সঙ্গীর নাম কিংবা পরিচয় কিছুই প্রকাশ্যে আসেননি 'বরফি' অভিনেত্রী। তবে নিজের সদ্যজাতকে আড়াল করলেন না ভক্তদের কাছে। জন্মের পাঁচ দিনের মাথায় শিশুপুত্রের ছবি ভাগ করে নিলেন ইলিয়ানা।

 

View this post on Instagram

 

A post shared by Ileana D'Cruz (@ileana_official)

ছেলের নাম রেখেছেন, কোয়া ফোয়েনিক্স ডলান। ঘুমন্ত সদ্যজাতের ছবি শেয়ার করে নতুন মা লেখেন, 'আমাদের ছেলেকে পৃথিবীতে স্বাগত জানিয়ে আমরা কী পরিমান খুশি তা ভাষায় ব্যক্ত করার নয়। হৃদিয় খুশিতে ভরে রয়েছে'। ইলিয়ানার পোস্টে শুভেচ্ছাবার্তা উজাড় করে দিয়েছে তাঁর ভক্ত থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সতীর্থরা।