Aishwarya Rai Bachchan: 'হম দিল দে চুকে সনম', সলমনকে এড়িয়ে ঐশ্বর্যর আবেগী পোস্ট
নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে ঐশ্বর্য হম দিল দে চুকে সনম-এর ছবি শেয়ার করেন। যেখানে পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে ধন্যবাদ জানান রাই।
মুম্বই, ১৮ জুন: 'হম দিল দে চুকে সনম'-এর (Hum Dil De Chuke Sanam) ২২ বছর পূর্তি উপলক্ষ্যে এবার নতুন ছবি শেয়ার করলেন ঐশ্বর্য রাই বচ্চন। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan ) হম দিল দে চুকে সনম-এর ছবি শেয়ার করেন। যেখানে পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে ধন্যবাদ জানান রাই। তবে হম দিল দে চুকে সনম-এর পোস্টে ঐশ্বর্য সঞ্জয় লীলা বনশালির ছবি শেয়ার করলেও, এড়িয়ে যান সলমন খানকে।
View this post on Instagram
বনশালিকে হম দিল দে চুকে সনম-এর জন্য ধন্যবাদ জানালেও, সলমনের প্রসঙ্গই উল্লেখ করেননি রাই। যা চোখ এড়ায়নি নেটিজেনজের। হম দিল দে চুকে সনম-এর জন্য ঐশ্বর্য যেমন সঞ্জয় লীলা বনশালিকে ধন্যবাদ জানান, তেমনি তাঁর উচিত সলমন খানকেও ধন্যবাদ জানানো। এমনই দাবি করেন নেটিজেনদের (Netizen) একাংশ।
যদিও নেটিজেনদের সলমন খানকে(Salman Khan) নিয়ে মন্তব্যের পরও এ বিষয়ে কিছু বলতে শোনা যায়নি রাইকে।