Adipurush: বাদ দিতে হবে রাম, রাবণের চরিত্র, 'আদিপুরুষ'-এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে হিন্দু সেনা
সম্প্রতি মুক্তি রায় আদিপুরুষ-এর টিজার। যে ছবিতে রামের চরিত্রে দেখা যায় প্রভাসকে। অন্যদিকে রাবণ হিসেবে দেখে মেলে সইফ আলি খানের। সীতার চরিত্রে দেখা যায় কীর্তি শ্যাননকে। আদিপুরুষের টিজারে পর্দার রাবণরূপী সইফকে দেখে চোটে যান বেশ কিছু মানুষ।
মুম্বই, ১২ অক্টোবর : আদিপুরুষ থেকে রাম, সীতা, হনুমান এবং রাবণ-এর যত চরিত্র রয়েছে, তা সরাতে হবে। এমনই দাবি করা হল হিন্দু সেনার তরফে। হিন্দু সেনার সভাপতি বিকাশ গুপ্তা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। আদিপুরুষে যে ঐতিহাসিক চরিত্র রয়েছে, তার সঙ্গে আদিপুরুষে আঁকা রাম, সীতা, হনুমান, রাবণের অমিল রয়েছে। সেই কারণে ছবি থেকে এই ৪ চরিত্রের সম্পর্কিত চরিত্রের অংশ সরাতে হবে বলে দাবি করা হয় হিন্দু সেনার তরফে।
সম্প্রতি মুক্তি রায় আদিপুরুষ-এর টিজার। যে ছবিতে রামের চরিত্রে দেখা যায় প্রভাসকে। অন্যদিকে রাবণ হিসেবে দেখে মেলে সইফ আলি খানের। সীতার চরিত্রে দেখা যায় কীর্তি শ্যাননকে। আদিপুরুষের টিজারে পর্দার রাবণরূপী সইফকে দেখে চোটে যান বেশ কিছু মানুষ।
শ্রীলঙ্কার রাজা হওয়া সত্ত্বেও রাবণকে কেন মুঘল সম্রাটের মত করে সাজানো হল, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। রাবণকে কেন মুঘল সম্রাটদের মত করে মেকআপ করানো হল, তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় আদিপুরুষের পরিচালক এবং প্রযোজনা সংস্থাকে।