Arbaaz Khan: বয়সের ফারাক ২১ বছর, প্রেমিকা জর্জিয়াকে নিয়ে আরবাজের মন্তব্য

সলমন খানের জন্মদিনের পার্টি হোক কিংবা অর্পিতা খান শর্মার বাড়ির গণপতি আরাধনা, সবকিছুতেই দেখা যায় জর্জিয়া অ্যান্দ্রিয়ানিকে। ফলে আরবাজ খানের সঙ্গে জর্জিয়া অ্যান্দ্রিয়ানির সম্পর্কের চর্চা অব্যাহত সোশ্যাল মিডিয়াতেও।

Arbaaz Khan, Giorgia Andriani (Photo Credit: Instagram)

মুম্বই, ১৪ নভেম্বর: বিচ্ছেদের পর মালাইকা অরোরা (Malaika Arora) জড়িয়েছেন অর্জুন কাপুরের (Arjun Kapoor) সঙ্গে সম্পর্কে। মালাইকার পাশাপাশি আরবাজ খানও নতুন সম্পর্কে জড়ান জর্জিয়া অ্যান্দ্রিয়ানির (Giorgia Andriani) সঙ্গে। ২১ বছরের ছোট জর্জিয়ার সঙ্গে আরবাজের  (Arbaaz Khan) সম্পর্ক কেমন, তা নিয়ে আলোচনা অব্যাহত।  এ ব্যাপারে আরবাজ খানকে জিজ্ঞাসা করা হল, অভিনেতা বলেন, তাঁরা এই পার্থক্য কখনও মনেই করেন না।  জর্জিয়ার কাছ থেকে তিনি সব সময় এনার্জি নিয়ে থাকেন। শুধু তাই নয়, জর্জিয়ার সঙ্গে তাঁর বয়সের ২১ বছরের তফাৎ, তা কখনও তাঁদের মনে হয়নি বলেও মন্তব্য করেন আরবাজ খান।  পাশাপাশি জর্জিয়া ভাল মনের মানুষ বলেও মন্তব্য করতে শোনা যায় আরবাজ খানকে।  প্রসঙ্গত, সলমন খানের জন্মদিনের পার্টি হোক কিংবা অর্পিতা খান শর্মার বাড়ির গণপতি আরাধনা, সবকিছুতেই দেখা যায় জর্জিয়া অ্যান্দ্রিয়ানিকে।

আরবাজ খানের সঙ্গে যেমন জর্জিয়ার বয়সের ফারাক রয়েছে, তেমনি মালাইকা অরোরার সঙ্গেও অর্জুন কাপুরের বয়সের ফারাক বর্তমান।  ফলে অর্জুনের সঙ্গে মালাইকার ছবি সামনে আসলেই, তা নিয়ে একের পর এক কটাক্ষ করেন নেট জনতার একাংশ।



@endif