Happy Birthday Deepika Padukone: প্রেমিক থেকে প্রাক্তন পর্দায় চুম্বনে লিপ্ত হয়েছেন বহু নায়কের সঙ্গেই, দীপিকার জন্মদিনে ফিরে দেখা

চরিত্রের প্রয়োজনে পর্দায় একাধিকবার সহ অভিনেতাদের সঙ্গে চুম্বনে লিপ্তও হয়েছেন। কখনওই প্রাক্তন রণবীর কাপুর তো আবার কখনও প্রেমিকা রণবীর সিং, সইফ আলি খান।

Deepika Padukone Kissing Scenes (Photo Credits: YouTube)

মুম্বই, ৫ জানুয়ারিঃ বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জন্মদিন আজ (Happy Birthday Deepika Padukone)। বৃহস্পতিবার ৫ জানুয়ারি নায়িকা ৩৭ বছরে পা দিয়েছেন। রণবীর ঘরনির রূপ, জেল্লা, সৌন্দর্য দেখে বোঝার উপায় নেই মেঘে মেঘে নায়িকার বয়স ৪০ ছুঁই ছুঁই।

২০০৭ সালে শাহরুখ খানের (Shah Rukh Khan) হাত ধরে বলিউডে পা বাড়িয়েছিলেন নায়িকা। তারপর থেকে কেবলই সাফল্যের সিঁড়িতে উঠতে থেকেছেন। ২০১৮ সালে প্রেমিক রণবীর সিংয়ের (Ranveer Singh) সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী। নতুন বছরে সেই শাহরুখের সঙ্গেই আবার দীপিকা। ‘পাঠান’ এর (Pathaan) পথ চেয়ে প্রতিটা দর্শক। তবে মুক্তির আগেই ছবির গান ‘বেশরম রং’ (Besharam Rang) নিয়ে একেবারে হুলুস্থুল পরিস্থিতি।

বলিউডের প্রথমসারির নায়িকাদের মধ্যে অন্যতম হলেন দীপিকা পাড়ুকোন (Deepika Pudukone)। তাঁর পারিশ্রমিকও তেমনই আকাশছোঁয়া। বড় পর্দায় ১৫ বছরের উপর কাজ করছেন অভিনেত্রী। অসংখ্য সফল ছবি এবং বহুমুখী চরিত্র উপহার দিয়েছেন দর্শকদের। চরিত্রের প্রয়োজনে পর্দায় একাধিকবার সহ অভিনেতাদের সঙ্গে চুম্বনে লিপ্তও হয়েছেন। কখনওই প্রাক্তন রণবীর কাপুর (Ranbir Kapoor) তো আবার কখনও প্রেমিকা তথা স্বামী রণবীর সিং (Ranveer Singh), সইফ আলি খানেরা (Saif Ali Khan)।

নায়িকার জন্মদিনে এক ঝলক দেখে নেওয়া যাক সেই সকল দৃশ্য…

১) রামলীলা (Ramleela)

‘রামলীলা’ ছবির গান ‘আঙ্গ লাগা দে’তে রণবীরের ঠোঁটে ঠোঁট ডুবিয়েছিলন দীপিকা। সেই সময়ে পুরোদস্তুর প্রেমের সম্পর্কে রয়েছেন যুগল।

 

২) ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি (Yeh Jawaani Hai Deewani)

রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোনের প্রেম থেকে ব্রেক-আপ সব কিছুর সাক্ষী বলিপাড়া থেকে দর্শক।  ছবির জন্যে সেই প্রাক্তন রণবীর কাপুরের সঙ্গেও চুম্বনে লিপ্ত হয়েছিলেন দীপিকা। ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে প্রাক্তনের ঠোঁটে ঠোঁট দিয়েছিলেন নায়িকা।

 

৩) লাভ আজ কাল (Love Aaj Kal)

‘লাভ আজ কাল’ ছবিতে দীপিকা পাড়ুকোন এবং সইফ আলি খানের রসায়ন দারুণ প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। সেই ছবিতে সইফের সঙ্গে চুম্বনে লিপ্ত হয়েছিলেন দীপিকা।

 

৪) লাফাঙ্গে পরিন্দে (Lafangey Parindey)

নীল নিতিন মুকেশের (Neil Nitin Mukesh) সঙ্গে ‘লাফাঙ্গে পরিন্দে’ ছবিতে দীপিকার চুম্মুনের দৃশ্য।

 

৫) গেহরাইয়া (Gehraiyaan)

‘গেহরাইয়া’ ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদীর (Siddhant Chaturvedi) সঙ্গে রণবীর ঘরনির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল নায়িকাকে। কেবল দীপিকা একা নন। স্বামী রণবীর কেও শুনতে হয়েছিল নানা কটুকথা। কিন্তু স্ত্রীর কাছে থেকে তাঁকে ভরসা জুগিয়ে গিয়েছেন রণবীর।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now