Gauri Khan-AbRam Khan Video: মায়ের সঙ্গে আব্রাম ক্যামরার সামনে, শাহরুখ-গৌরী পুত্রের প্রশংসায় মুখর নেট জনতা
পাপারাৎজির সামনে কার্যত হাসি মুখে এবং শান্ত হয়ে পোজ দেয় শাহরুখ-গৌরী পুত্র। আব্রামের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনরা। আব্রাম ধীরস্থির, শান্ত, ভদ্র তারকা সন্তান বলে প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনদের একাংশ।
মুম্বই, ২২ নভেম্বর: ছেলে আব্রামকে (Abram Khan) নিয়ে 'লাঞ্চ ডেটে' বেরোলেন গৌরী খান (Gauri Khan)। মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় মায়ের হাত ধরে এসে হাজির হয় আব্রাম। গৌরী এবং আব্রামকে একসঙ্গে দেখা পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে। ফলে মায়ের হাত ধরে আবার কখনও মায়ে সামনে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় আব্রামকে। শুধু তাই নয়, পাপারাৎজির সামনে কার্যত হাসি মুখে এবং শান্ত হয়ে পোজ দেয় শাহরুখ-গৌরী পুত্র। আব্রামের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনরা। আব্রাম ধীরস্থির, শান্ত, ভদ্র তারকা সন্তান বলে প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনদের একাংশ। দেখুন সেই ভিডিয়ো...
View this post on Instagram
প্রসঙ্গত এই প্রথম নয়। এর আগেও একাধিকবার আব্রামকে শাহরুখ খানের সঙ্গে দেখা গিয়েছে। কখনও শাহরুখের জন্মদিনে আবার কখনও আরিয়ান, সুহানার সঙ্গে। সবকিছু মিলিয়ে শাহরুখ-পুত্র আব্রামের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।