Ganesh Chaturthi 2023: গণপতি বিসর্জনে রাস্তার উপরেই দেদার নাচ অভিনেত্রী ডেইজি শাহ-র, দেখুন

Daisy Shah (Photo Credit: Instagram)

গণপতি বিসর্জনে একেবারে অন্যরূপে দেখা গেল ডেইজি শাহকে। হলুদ রঙের সালওয়ার কামিজে সেজে গণপতি বিসর্জন দিতে গেলেন বলিউড অভিনেত্রী। যেখানে প্রত্যেকের সঙ্গে তাঁকে নাচতে দেখা যায়। প্রত্যেকবার মুম্বই-সহ গোটা মহারাষ্ট্রে ধুমধাম করে গণপতির আরাধনা করা হয়। আম্বানি পরিবার থেকে সলমন খানের বোন অর্পিতার বাড়িতে, সব জায়গাতেই প্রত্যেকে ভালবেসে আহ্বান করেন গণপতিকে। সেই তালিকা থেকে বাদ পড়েন না অভিনেত্রী ডেইজি শাহ-ও।

 



@endif