Happy Birthday Ajay Devgn: ময়দান থেকে চাণক্য, জন্মদিনে অজয় দেবগণের আসন্ন ছবির তালিকা
অজয় দেবগণ অভিনীত প্রথম ছবি ‘ফুল অওর কাঁটে’। তবে জানেন কি ১৯৯১ সালে মুক্তি প্রাপ্ত এই ছবির জন্যে নির্মাতাদের প্রথম পছন্দ অজয় দেবগণ ছিলেন না।
মুম্বই, ২ এপ্রিলঃ বলিউড অভিনেতা অজয় দেবগণের (Ajay Devgn) নতুন ছবি ‘ভোলা’ (Bholaa) মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। মুক্তির তৃতীয় দিনে ছবির ব্যবসা ৩০ কোটি পার করেছে। ‘ভোলা’র সাফল্য দিয়েই চলতি বছরের জন্মদিন উদযাপন করবেন অভিনেতা (Happy Birthday Ajay Devgn)। ২ এপ্রিল রবিবার অজয় দেবগণের ৫৪’তম জন্মদিন।
কেরিয়ারের শুরুতে অভিনয়ের প্রতি বিশেষ ঝোঁক কিংবা সুদূর পরিকল্পনা কোনটাই ছিল না অজয়ের। তবে অভিনেতার বাবা ভানু দেবগণ ছিলেন বলিউডের খ্যাতনামা অ্যাকশন পরিচালক। বাবার প্রচেষ্টাতেই আজ ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের তালিকায় জুড়েছে অজয় দেবগণের নাম।
অজয় দেবগণ অভিনীত প্রথম ছবি ‘ফুল অওর কাঁটে’ (Phool Aur Kaante)। তবে জানেন কি ১৯৯১ সালে মুক্তি প্রাপ্ত এই ছবির জন্যে প্রথম পছন্দ অজয় দেবগণ ছিলেন না। নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। কিন্তু পরবর্তীকালে সেই সুযোগ ঘুরে আসে অজয়ের কাছে। আর প্রথম বলেই একেবারে ছক্কা হাঁকান তিনি। নবাগত অভিনেতার প্রথম ছবি পেল বক্স অফিসে সুপারহিটের তকমা। ব্যস আর কোনদিন পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে।
আজ অভিনেতার ৫৪’তম জন্মদিন (Ajay Devgn Birthday) উপলক্ষ্যে চলুন দেখে নেওয়া যাক অজয় দেবগণের আসন্ন ছবির তালিকা…
ময়দান (Maidaan) – ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। চলতি বছরেই ২৩ জুন প্রেক্ষাগৃহে মুক্তি।
সিঙ্ঘম এগেন (Singham Again) – প্রথমবার দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) উলটোদিকে অজয় দেবগণ। আসন্ন জুলাইয়ে শুরু হবে সিঙ্ঘম এগেনের শুটিং। ২০২৪ এর দিওয়ালীতে মুক্তি।
চাণক্য (Chanakya) – প্রাচীন ভারতের রাজনৈতিক উপদেষ্টা, দার্শনিক, অর্থনীতিবিদ চাণক্যের জীবন কাহিনী পর্দায় ফুটিয়ে তুলবেন অজয় দেবগণ।
রেড ২ (Raid 2) – ২০১৮ সালের রেড এর সিকুয়্যাল নিয়ে ফিরছেন অভিনেতা।
অউরে মে কাহা দাম থা (Auro Mein Kaha Dum Tha) – অজয় দেবগণ এবং তাবু (Tabu) অভিনীত ছবিতে সঙ্গীত পরিচালনা করবেব অস্কারজয়ী নাটু নাটু (Naatu Naatu) সুরকার এমএম কিরাবানি (M. M. Keeravani)।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)