Karan Johar's Birthday: করণের জন্মদিনে তারার মেলা, ঐশ্বর্য, সলমন, ক্যাটরিনা, করিনাদের গ্ল্যামার উপচে পড়ল

বিয়ে ভাঙলেও, আমির খান এবং কিরণ রাওয়ের বন্ধুত্ব যে আগের মতই রয়েছে, তার প্রমাণ ফের মিলল করণ জোহরের জন্মদিনের পার্টি থেকে। প্রাক্তন স্ত্রী কিরণ রাওকে নিয়েই পার্টিতে হাজির হন আমির খান।

Katrina, Vicky, Hrithik, Saba, Ranbir, Neetu (Photo Credit: Yogen Shah)

মুম্বই, ২৬ মে:  এবার পঞ্চাশে পড়লেন করণ জোহর (Karan Johar)। বলিউডের (Bollywood) জনপ্রিয় পরিচালেকর জন্মদিনের পার্টিতে হাজির প্রায় গোটা বলিউড। ঐশ্বর্য রাই (Aishwarya Rai) থেকে সলমন খান (Salman Khan), হৃতিক রোশন, ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), করিনা কাপুর খান, রণবীর সিং, রণবীর কাপুরের মত তারকা একের পর এক হাজির হন।  করণ জোহরের জন্মদিনের পার্টিতে দেখা যায় দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানাকেও।  সবকিছু মিলিয়ে, করণের জন্মদিনের পার্টি আলোকিত করে তোলেন বলিউডের একের পর এক তারকা।  কান থেকে ফিরে করণ জোহরের জন্মদিনের পার্টিতে হাজির হন ঐশ্বর্য রাই বচ্চন।  অভিষেক বচ্চনের হাত ধরে পার্টিতে হাজির হন রাই...

 

 

View this post on Instagram

 

করণের জন্মদিনের পার্টিতে দেখা যয় সলমন খানকে।  এমনকী রেড কার্পেটে সলমন যেভাবে হেটে এগিয়ে আসেন, তা দেখে আপ্লুত তাঁর অনুরাগীরা...

 

View this post on Instagram

 

ভিকি কৌশলের হাত ধরে করণের পার্টিতে হাজির হন ক্যাটরিনা কাইফ।

 

 

View this post on Instagram

 

সইফ আলি খানের হাত ধরে করণ জোহরের পার্টিতে হাজির হন করিনা কাপুর খান। সইফ-করিণার সঙ্গে পোজ দিতে দেখা যায় মালাইকা অরোরা, অমৃতা অরোরাকেও।

 

 

View this post on Instagram

 

বিয়ে ভাঙলেও, আমির খান এবং কিরণ রাওয়ের বন্ধুত্ব যে আগের মতই রয়েছে, তার প্রমাণ ফের মিলল করণ জোহরের জন্মদিনের পার্টি থেকে। প্রাক্তন স্ত্রী কিরণ রাওকে নিয়েই পার্টিতে হাজির হন আমির খান।

 

 

View this post on Instagram

 

অনুষ্কা শর্মাকে করণ জোহরের পার্টিতে দেখা এক্কেবারে 'হট লুকে', দেখুন...

 

 

View this post on Instagram

 

সবকিছু মিলিয়ে করণ জোহরের জন্মদিনের রাত তারকাখাচিত হয়ে পড়ে। যেখানে দেখা যায় বলিউডের তাবড় তারকাদের।