Kareena Kapoor: সইফের সঙ্গে 'আউটিং', 'অশ্লীল' কটাক্ষের মুখে করিনা
নেটিজেনদের একাংশ যখন করিনার বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন, তখন অন্য অংশ সমর্থনে মুখ খোলেন। করিনা অত্যন্ত সুন্দর বলে কেউ মন্তব্য করেন। কেউ আবার করিনার সৌন্দর্যে মুগ্ধ বলেও মত প্রকাশ করেন।
মুম্বই, ২৩ অগাস্ট: ফের নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। করিনা যখন গোলাপী রঙের টপ পরে সইফ, তৈমুরের সঙ্গে বের হন, তাঁর সেই ছবি দেখে একের পর এক কটাক্ষ উঠে আসতে শুরু করে। কেউ করিনাকে বয়স্ক অভিনেত্রী বলে কটাক্ষ করেন, কেউ আবার বলতে শুরু করেন, ফ্লপ অভিনেত্রীর বাইসেপস নবাব সাহেবের চেয়ে বড়। সবকিছু মিলিয়ে একের পর এক কটাক্ষের মুখে পড়েন বেবো।
তবে নেটিজেনদের একাংশ যখন করিনার বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন, তখন অন্য অংশ সমর্থনে মুখ খোলেন। করিনা অত্যন্ত সুন্দর বলে কেউ মন্তব্য করেন। কেউ আবার করিনার সৌন্দর্যে মুগ্ধ বলেও মত প্রকাশ করেন। সবকিছু মিলিয়ে পতৌদি পরিবারের পারিবারিক সময়ে অভিনেত্রী যখন বাইরে বের হন, তা দেখে জোরদার আলোচনা শুরু হয়ে যায়।
View this post on Instagram
দ্বিতীয় সন্তান জেহ (Jeh) জন্মের পর মুক্তি পায় করিনা কাপুর খান এবং আমির খানের ছবি লাল সিং চাড্ডা। যা নিয়ে বিস্তর সমালোচনা শুরু হয়ে যায়। বয়কটের মাঝে পড়ে আমির (Aamir Khan), করিনার এই সিনেমা। আমির, করিনা জুটি বাধা সত্ত্বেও কেন লাল সিং চাড্ডা মুখ থুবড়ে পড়ে, তা নিয়ে এই মুহূর্তে সরগরম বক্স অফিস।