Ekta Kapoor’s Diwali Blash: দিওয়ালিতে একতা কাপুরের পার্টিতে আলোর সমারোহ, কোন তারকার পোশাক নজর কাড়ল, দেখুন

তারকা সমারোহে যেন আরও উজ্জ্বল একতা কাপুরের দিওয়ালি পার্টি। বলিউডে পার্টি মানেই তারকাদের চোখ ধাঁধানো পোশাকের ছটা। কার পার্টিতে কোন তারকা কী পোশাকে হাজির হচ্ছেন তা দেখার জন্যে এক প্রকার মুখিয়ে থাকে অনুরাগীরা।

Ekta Kapoor’s Diwali Party (Photo Credits: Instagram)

মুম্বই, ১১ নভেম্বরঃ শুক্রবার রাতে মুম্বইয়ে বসেছিল দিওয়ালি পার্টি। পরিচালক তথা প্রযোজক একতা কাপুরের বাড়িতে দিওয়ালি পার্টি উপলক্ষ্যে তারকার মেলা লেগেছিল। জমকালো সাজে এদিন ধরা দিয়েছেন অনন্যা পাণ্ডে (Ananya Panday), দিশা পাটানি (Disha Panday), আদত্য রয় কপূর (Aditya Roy Kapur), শিল্পা শেট্টি, ভূমি পেডনেকর, কৃতি শ্যানন (Kriti Sanon), মৌনী রায় (Mouni Roy), বিদ্যা বালন, করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ সহ আরও অনেকেই। তারকা সমারোহে যেন আরও উজ্জ্বল একতা কাপুরের দিওয়ালি পার্টি। বলিউডে পার্টি মানেই তারকাদের চোখ ধাঁধানো পোশাকের ছটা। কার পার্টিতে কোন তারকা কী পোশাকে হাজির হচ্ছেন তা দেখার জন্যে এক প্রকার মুখিয়ে থাকে অনুরাগীরা। আর পাপারাৎজিদের দৌলতে সেই স্বাদ ঘরে বসেই মুঠো ফোনে পেয়ে যান নেটবাসী।

একতা কাপুরের পার্টিতে চাঁদের হাট দেখুন...

সবুজ শাড়িতে দিশা পাটানি... 

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

গোলাপি ল্যাহেঙ্গায় অনন্যা... 

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

কালো পাঞ্জাবিতে আদিত্য রয় কপূর...

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

মৌনী রায়... 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

স্বামীর সঙ্গে বিদ্যা বালন... 

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

ভূমি পেডনেকর... 

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

 

দিওয়ালি উপলক্ষ্যে সেজে উঠেছে একতা কাপুরের বাড়ি... 

 

View this post on Instagram

 

A post shared by yogen shah (@yogenshah_s)