Diwali 2022: প্রকাশ্যে 'বয়ফ্রেন্ডকে' চুম্বন করে তীব্র কটাক্ষের মুখে হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান, দেখুন ভিডিয়ো

কৃষ্ণ কুমারের দীপাবলি পার্টি থেকে বেরনোর সময় বন্ধু আরসালান গনির কানে কানে কিছু বলতে দেখা যায় সুজান খানকে। এরপর বন্ধুকে কাছে টেনে নিয়ে চুম্বন করেন সুজান। যা দেখে হৃতিকের প্রাক্তন স্ত্রীকে তীব্র কটাক্ষ করেন কেউ কেউ।

Sussanne Khan, Arslan Goni (Photo Credit: Instagram)

মুম্বই, ২৪ অক্টোবর: কৃষ্ণ কুমারের দীপাবলি পার্টি  (Diwali Party) থেকে বেরনোর সময় বন্ধু আরসালান গনিকে চুম্বন করে সমালোচনার মুখে পড়লেন সুজান খান ( Sussanne Khan)। দীপাবলি পার্টি থেকে বেরনোর সময় সুজান যেভাবে আরসালান গনিকে চুম্বন করেন পাপারাৎজির সামনে, তা নিয়ে জোর সমালোচনার মুখে পড়েন হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী। যাঁর ছেলেরা আর দুদিন পর বিয়ের পিঁড়িতে বসবে, তাঁদের মা কীভাবে এই কাজ করেন বলে কার্যত অশ্লীল আক্রমণ করা হয় সুজান খানকে। যা নিয়ে নেট জনতার একাংশের মধ্যে জোরদার চর্চা শুরু হয়ে যায়।

কৃষ্ণ কুমারের দীপাবলি পার্টি থেকে বেরনোর সময়  বন্ধু আরসালান গনির কানে কানে কিছু বলতে দেখা যায় সুজান খানকে। এরপর বন্ধুকে কাছে টেনে নিয়ে চুম্বন করেন সুজান। যা দেখে হৃতিকের প্রাক্তন স্ত্রীকে তীব্র কটাক্ষ করেন কেউ কেউ।

 

 

View this post on Instagram

 

প্রসঙ্গত সুজান খানের সঙ্গে বিচ্ছেদের পরও হৃতিকের সঙ্গে তাঁর বন্ধুত্ব রয়েছে। এমনকী, কোভিডের সময় প্রাক্তন জুটিকে ছেলেদের জন্য এক ছাদের নীচে থাকতে দেখা যায়। তবে হৃতিক বর্তমানে সাবা আজাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। অন্যদিকে সুজান নিজের ভালবাসা খুঁজে পেয়েছেন আরসালান গনির মাঝে।