Pathaan: পাঠান এর ধুম, বন্ধুর কাঁধে চেপে বিহার থেকে মালদার প্রেক্ষাগৃহে এলেন প্রতিবন্ধী যুবক
বিহারের ভাগলপুরের বাসিন্দা ওই দুই যুবক পশ্চিমবঙ্গের মালদায় সমসি পবন টকিজে এসেছেন পাঠান দেখার জন্যে।
পাঠান (Pathaan) জ্বরে কাবু গোটা দেশ। প্রেক্ষাগৃহে উপচে পড়ছে ভক্তদের ভিড়। প্রথম দিনেই বক্স অফিসে ১০০ কোটির ঘর পার করে ফেলেছে পাঠান। চার বছর পর পর্দায় কামব্যাক করেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। বড় পর্দায় তাঁকে দেখার এক চুল জায়গা ছাড়তে নারাজ দর্শক। প্রেক্ষাগৃহ গুলোর বাইরে কোথাও বাজি ফাটিয়ে চলছে উদযাপন। তো কোথাও আবার শাহরুখের পোস্টারে মালা পরিয়ে ভক্তদের উদ্দাম নাম। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ ভক্তদের নানা কীর্তি উঠে আসছে।
এমনই এক ভক্তের ভিডিয়ো উঠে এল নেটপাড়ায়। হাঁটতে পারেন না ভক্ত। কিন্তু শাহরুখের পাঠান (Pathaan) দেখার জন্যে বন্ধুর কাঁধে চেপে বিহার থেকে পশ্চিমবঙ্গে এসেছেন। বিহারের সকল প্রেক্ষাগৃহ হাউসফুল। কিন্তু পাঠান তো দেখতেই হবে। তাই বিহারের ভাগলপুরের বাসিন্দা ওই দুই যুবক পশ্চিমবঙ্গের মালদায় সমসি পবন টকিজে এসেছেন পাঠান দেখার জন্যে।
বন্ধুর কাঁধে চেপে পাঠান দেখতে প্রেক্ষাগৃহে এলেন প্রতিবন্ধী যুবকঃ
প্রেক্ষাগৃহের বাইরে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছেন তাঁরা। প্রতিবন্ধী বন্ধুকে কাঁধে চড়িয়ে এতদূর যাত্রা করেছেন যুবক। নিঃসন্দেহে শাহরুখ প্রেমেই কেবল তা সম্ভব। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো হু হু করে ভাইরাল হয়েছে।