Dhoom 2 Turns 16 Year: ‘ধুম ২’এর সাফল্যের ১৬ বছর পার, স্মৃতিচারণায় নির্মাতারা 

Dhoom 2 Poster (Photo Credit: Twitter)

মুম্বই, ২৫ নভেম্বরঃ হৃতিক রোশন (Hrithik Roshan), ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan), অভিষেক বচ্চন্ন (Abhisekh Bachchan), বিপাশা বসু (Bipasha Basu), উদয় চোপড়া (Uday Chopra) অভিনীত ‘ধুম ২’ (Dhoom 2) বলিউডের অন্যতম সফল ছবি। অ্যাকশন-রোমাঞ্চে ভরপুর ছবির ১৬ বছর পূর্ণ হয়েছে বৃহস্পতিবার। ছবির প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস (Yash Raj Films) সেই বিশেষ মুহুর্ত উদযাপন করে একটি ভিডিয়ো শেয়ার করে। ক্যাপশনে লেখে, “একের অধিক খেলা চলছে এখানে”। স্বাধিকার রক্ষা নিয়ে আদালতের দ্বারস্থ অমিতাভ বচ্চন

দেখুন প্রযোজনা সংস্থার ট্যুইটঃ 

২০০৬ সালে মুক্তি প্রাপ্ত ছবি ‘ধুম ২’ এর সাফল্য ১৬ বছর পূর্ণ করল বৃহস্পতিবার। ছবির পরিচালনা করেন সঞ্জয় গাভি। বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করে তারকাখচিত এই ছবি। ২০০৪ সালে প্রথম মুক্তি পায় ‘ধুম’ (Dhoom)। ছবিতে অভিনয় করেন অভিষেক বচ্চন, জন আব্রাহাম (John Abraham), উদয় চোপড়া, এবং ইশা দেওল (Esha Deol)। প্রথম ছবির দুর্দান্ত সাফল্যই পরিচালক সঞ্জয় গাভিকে দ্বিতীয় সিকুয়্যাল বানাতে উৎসাহ জোগায়। ২০০৬ সালে মুক্তি পায় ‘ধুম ২’। এরপর ২০১৩ সালে ‘ধুম’ ফ্রাঞ্চাইজির তৃতীয় ভাগ ‘ধুম ৩’ (Dhoom 3) আসে। আমির খান (Aamir Khan), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), অভিষেক বচ্চন সহ প্রমুখ অভিনেতাদের দেখা যায় ছবিতে।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now