December Release Movies: বিনোদনে ভরপুর ডিসেম্বর, এই ৫ ছবি না দেখলে চরম মিস

December Release Movies (Photo Credit: ANI)

মুম্বই, ৫ ডিসেম্বরঃ ডিসেম্বর হতে চলেছে বিনোদনে ভরপুর ফুল-অন জমজমাটি মাস। সারা মাস জুড়ে মুক্তি পাবে একে পর এক সব ধামাকেদার ছবি। যা না দেখলে চরম মিস। অ্যাকশন-করেডি-রোমান্স-রোমাঞ্চে ভরা এই ছবি গুলো (December Release Movies) ডিসেম্বরে শীতের শহরে অবশ্যই দেখতে হবে।

Cirkus (Poster)

১) সার্কাস (Cirkus) – রোহিত শেট্টি (Rohit Shetty) পরিচালিত ছবি ‘সার্কাস’। এক ঝাঁক তারকা সমারোহে নির্মিত এই ছবিতে রয়েছে ভরপুর কমেডি। রণবীর সং (Ranveer Singh), বরুণ শর্মা (Varun Sharma) থাকবেন দ্বৈত চরিত্রে। ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

Blurr (Poster)

২) ব্লার (Blurr) – অজয় ভেল পরিচালিত হরর-থ্রিলার ছবি ‘ব্লার’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু (Taapsee Pannu)। তবে এই ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় অভিষেক করলেন নায়িকা। ৯ ডিসেম্বর ওটিটি মঞ্চ জি ফাইভে (ZEE 5) মুক্তি পাবে ব্লার।

Kushi (Poster)

৩) খুশি (Kushi) – সামান্থা প্রভু (Samantha Prabhu) এবং বিজয় দেবেরাকন্ডা (Vijay Deverakonda) অভিনীত দক্ষিণী ছবি ‘খুশি’ মুক্তি পাবে এই ডিসেম্বরেই। ২৩ ডিসেম্বর তামিল, তেলেগু, মালায়লম, কন্নড় ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবি।

Avatar: The Way of Water (Poster)

৪) আভাতার – দ্য ওয়ে অফ ওয়াটার (Avatar: The Way of Water) – সাইয়েন্স-ফিকশন ছবি ‘আভাতার-দ্য ওয়ে অফ ওয়াটার’ মুক্তির জন্যে একেবারে প্রস্তুত। ১৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।

Govinda Naam Mera (Poster)

৫) গোবিন্দা নাম মেরা (Govinda Naam Mera) – চলতি মাসের আরও এক কমেডি ড্রামা ‘গোবিন্দা নাম মেরা’, যা মুক্তি পাবে ওটিটি মঞ্চে। শশাঙ্ক খৈতন পরিচালিত এই ছবি ১৬ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে। ছবিতে অভিনয় করেছেন ভিকি কৌশল (Vicky Kaushal), কিয়ারা আডভানি (Kiara Advani), ভূমি পেডনেকর (Bhumi Pednekar)।

 

 

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now