Crew: প্রকাশ্যে 'ক্রিউ'-এর পোস্টার, ফের ঝলসে দিচ্ছেন করিনা, টাবুরা
মাঝ আকাশে উড়িয়ে নিয়ে যেতে আসছেন করিনা (Kareena Kapoor Khan), টাবু এবং কৃতি। শুক্রবার প্রকাশ্যে এল 'ক্রিউ'-এর (Crew) প্রথম পোস্টার। যেখানে এবার করিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন টাবু এবং কৃতি শ্যানন। 'ভীরে দি ওয়েডিং'-এর পর এবার ফের করিনা অভিনয় করছেন পরিচালক রিয়া কাপুরের ছবিতে। যেখানে করিনার সঙ্গে সহঅভিনেতা হিসেবে দেখা যাবে কৃতি শ্যানন, টাবু এবং দিলজিৎ সিং দোসাঞ্জকে। ক্রিউ-তে রয়েছে আরও চমক। রয়েছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও। সবকিছু মিলিয়ে ক্রিউ-এর পোস্টার প্রকাশ্যে আসতেই তা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করেছে।
দেখুন...
View this post on Instagram