Chetan Bhagat vs Vidhu Vinod Chopra: ‘থ্রি ইডিয়টস’ ছবির জন্য সেরা গল্পকারের পুরস্কার পাননি চেতন ভগত, উল্টে জোটে খুনির হুমকি!

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বি-টাউনের নানান খারাপ দিকগুলি প্রকাশ্যে আসছে। স্বজন পোষণ থেকে বি-টাউনের দলবাজি, কিছু ব্যক্তিত্বের একছত্র রাজত্ব নিয়ে মুখ খুলেছেন অনেকেই। এবার বলিউডের পরিচালক, প্রযোজক বিধু বিনোদ চোপড়ার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন লেখক চেতন ভগত (Chetan Bhagat)। আর একদিন পরেই সুশান্ত অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’র মুক্তি। তার আগে নিজের প্রতি হওয়া অন্যায় নিয়ে মুখ খুললেন চেতন ভগত। তাঁর ললেখা গল্প থেকে বলিউডে একাধিক ছবি তৈরি হয়েছে। যার মধ্যে 'কাই পো চে', 'থ্রি ইডিয়টস', 'টু স্টেটস'-এর মতো ছবিও রয়েছে। 'থ্রি ইডিয়টস'-এর প্রযোজক ছিলেন বিধু বিনোদ চোপড়া।

Why Chetan Bhagat is Right in Accusing Vidhu Vinod Chopra for Not Giving Him Credit for 3 Idiots

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বি-টাউনের নানান খারাপ দিকগুলি প্রকাশ্যে আসছে। স্বজন পোষণ থেকে বি-টাউনের দলবাজি, কিছু ব্যক্তিত্বের একছত্র রাজত্ব নিয়ে মুখ খুলেছেন অনেকেই। এবার বলিউডের পরিচালক, প্রযোজক বিধু বিনোদ চোপড়ার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন লেখক চেতন ভগত (Chetan Bhagat)। আর একদিন পরেই সুশান্ত অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’র মুক্তি। তার আগে নিজের প্রতি হওয়া অন্যায় নিয়ে মুখ খুললেন চেতন ভগত। তাঁর ললেখা গল্প থেকে বলিউডে একাধিক ছবি তৈরি হয়েছে। যার মধ্যে 'কাই পো চে', 'থ্রি ইডিয়টস', 'টু স্টেটস'-এর মতো ছবিও রয়েছে। 'থ্রি ইডিয়টস'-এর প্রযোজক ছিলেন বিধু বিনোদ চোপড়া।

লেখক চেতন ভগতের অভিযোগ, 'থ্রি ইডিয়টস' মুক্তির সময় তাঁকে কৃতিত্বটুকুও দিতে চাননি বিধু বিনোদ চোপড়া। এমনকি তিনি তাঁকে প্রকাশ্যে হুমকি দিতেও ছাড়েননি বলে অভিযোগ চেতনের। মানসিক পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আত্মহত্যার কথা ভেবেছিলেন চেতন ভগত। এদিন সুশান্তের 'দিল বেচারা' ছবিটি মুক্তি প্রসঙ্গে কিছু ফিল্ম সমালোচকদের একহাত নিয়ে একটি টুইট করেন চেতন। যাতে তিনি লেখেন,'' এই সপ্তাহেই সুশান্তের শেষ ছবি দিল বেচারা মুক্তি পাচ্ছে। আমি কিছু অভিজাত ফিল্ম সমালোচকদের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে সংবেদনশীল হয়ে লিখুন। ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না। ভুলভাল কথা লিখবেন না। দয়া করে স্বচ্ছ হোন,  ইতিমধ্যেই অনেকের জীবন আপনারা নষ্ট করেছেন। সবকিছুই আমাদের নজরে রয়েছে।''

২০০৯ সালে চেতন ভগতের বেস্টসেলার বই 'ফাইভ পয়েন্ট সামওয়ান' নিয়ে তৈরি হয় রাজকুমার হিরানি পরিচালিত 'থ্রি ইডিয়টস'। যার প্রযোজক ছিলেন বিধু বিনোদ চোপড়া। সেই ছবিতে লেখকের কৃতিত্ব দেওয়া নিয়ে তখনই অভিযোগ তুলেছিলেন চেতন ভগত। ছবির শেষে গিয়ে তাঁকে কৃতিত্ব দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন চেতন। চেতনের এই টুইটের নিচে কমেন্ট করেন ফিল্ম সমালোচক তথা বিধু বিনোদের স্ত্রী অনুপমা চোপড়া। তিনি লেখেন, ''যতবার আপনি এইসব ভাববেন, আলোচনা আরও নিচে নামবে।'' অনুপমা চোপড়ার এই মন্তব্যের পরই পাল্টা টুইটে চেতন ভগত লেখেন, '' ম্যাডাম আপনার স্বামী আমাকে প্রকাশ্যেই হুমকি দিয়েছিল। নির্লজ্জভাবে আমার গল্প নিয়ে উনি সেরা গল্পকারের পুরস্কার নিয়েছিলেন। আমাকে কৃতিত্ব দিতে অস্বীকার করেছিলেন। আমাকে উনি আত্মহত্যার পথে ঠেলে দিয়েছিলেন। তখন আপনি শুধুই দেখেছেন, আপনার বক্তব্য কোথায় ছিল? ''

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now