OMG 2 Censor Board: অক্ষয় কুমার অভিনীত ওহ মাই গড ২ সম্পর্কে সেন্সর বোর্ড সিদ্ধান্ত জানাল

অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠি এবং ইয়ামি গৌতম অভিনীত ছবি ওহ মাই গড ২ (OMG 2) মুক্তির পথ পরিষ্কার হয়ে গেল।

OMG 2

নয়াদিল্লি: অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠি এবং ইয়ামি গৌতম অভিনীত ছবি ওহ মাই গড ২ (OMG 2) মুক্তির পথ পরিষ্কার হয়ে গেল। দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ডের সার্টিফিকেটের অপেক্ষায় থাকা ছবিটি ‘এ’ সার্টিফিকেট নিয়ে মুক্তি পাবে। ছবিটি নির্মাতার সবচেয়ে খুশির বিষয় হল, এই ছবিটির কোনও শর্ট কাটা হয়নি। তবে ছবির ট্রেলার U/A সার্টিফিকেট দিয়ে সেন্সর বোর্ড পাশ করলেও, সম্পূর্ণ ছবিটি A সার্টিফিকেট নিয়ে মুক্তি পাচ্ছে। আগামী ১১ আগস্ট ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আরও পড়ুন :  Angus Cloud Died: মাত্র ২৫ বছরে অকালমৃত্যু হলিউড তারকার

OMG 2 নির্মাতাদের জন্য সবচেয়ে বড় স্বস্তির বিষয় হল ছবিটিতে কোনও কাট করা হয়নি। তবে নির্মাতারা ছবিটিকে U/A সার্টিফিকেট দেওয়ার দাবি জানিয়েছিলেন, যা মানা হয়নি।সূত্রের খবর, সংশোধিত কমিটি বলেছিল যে চলচ্চিত্রটিতে বেশ কয়েকটি কাট করা হলেই U/A সার্টিফিকেট দেওয়া হবে। তবে নির্মাতারা রাজি ছিলেন না। সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশি নিজেই সার্টিফিকেট দেওয়ার আগে ছবিটি দেখেছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আদিপুরুষ এবং ওপেনহাইমারের মতো চলচ্চিত্রগুলি নিয়ে প্রচুর হট্টগোল হয়েছে।



@endif