Salman Khan Meets Mamata Banerjee: কলকাতায় এসেই মমতার বাড়িতে সলমন খান, দেখুন তাঁদের সাক্ষাতের ভিডিয়ো

ইস্টবেঙ্গল ক্লাবে একটি নাচের অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার রাতে কলকাতায় আসার পর শনিবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এলেন বলিউডের ভাইজান সলমন খান।

Photo Credits: ANI

কলকাতা: ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal Club) একটি নাচের অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার রাতে কলকাতায় আসার পর শনিবার বিকেলে  (Kolkata) মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এলেন বলিউডের ভাইজান সলমন খান (Bollywood Superstar Salman Khan )।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তিনি সোজা পৌঁছে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal CM Mamata Banerjee) কালীঘাটের (Kalighat) বাড়িতে (residence)। সেখানে যাওয়ার পর সলমন খানকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন: Karnataka Assembly Election 2023 Results: কর্ণাটকে জয়ের ধ্বনির আগেই শিলিগুড়িতে কংগ্রেস সমর্থকদের উদযাপন

দেখুন ভিডিয়ো:

দেখুন মমতার সঙ্গে সাক্ষাতের পর সলমনের ফিরে যাওয়ার ভিডিয়ো:

দীর্ঘ ১৩ বছর শুক্রবার রাতে কলকাতায় পৌঁছন ভাইজান। তিনি বিমানবন্দরে নামতেই তাঁকে ঘিরে অনুরাগীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। অনুরাগীরা 'ভাইজান, ভাইজান' বলে চিৎকার জুড়ে দেন। কেউ আবার ‘সলমন ভাই’ বলে লাগাতার চিৎকার করতে থাকেন। বিমানবন্দর থেকে গাড়ি নিয়ে বের হয়ে যাওয়ার সময় ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় সলমনকে। হাত জোড় করে সকলের উদ্দেশ্য়ে প্রণাম করেনও তিনি।