Kanika Kapoor Tests Positive for Fourth Time: চতুর্থবারের পরীক্ষাতেও করোনা আক্রান্ত বলিউড গায়িকা কণিকা কাপুর, উদ্বিগ্ন পরিবার
বলিউড সংগীতশিল্পী কণিকা কাপুরের (Kanika Kapoor) এই নিয়ে পরপর চারবার করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের রিপোর্ট এসেছে। যার ফলে উদ্বিগ্ন তাঁর পরিবার। গত ২০ মার্চ তাঁর করোনাভাইরাসের পরীক্ষা করার পরে হাসপাতালে ভর্তি করা হয়। ৯ মার্চ লন্ডন থেকে ফিরে এসে কানপুর এবং লখনউতে ঘুরে বেড়িয়েছেন এবং সেই সময় তিনি কাশি এবং জ্বরে আক্রান্ত হন।
লখনউ, ২৯ মার্চ: বলিউড সংগীতশিল্পী কণিকা কাপুরের (Kanika Kapoor) এই নিয়ে পরপর চারবার করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের রিপোর্ট এসেছে। যার ফলে উদ্বিগ্ন তাঁর পরিবার। গত ২০ মার্চ তাঁর করোনাভাইরাসের পরীক্ষা করার পরে হাসপাতালে ভর্তি করা হয়। ৯ মার্চ লন্ডন থেকে ফিরে এসে কানপুর এবং লখনউতে ঘুরে বেড়িয়েছেন এবং সেই সময় তিনি কাশি এবং জ্বরে আক্রান্ত হন।
বিষয়টি সংবামাধ্যমে আসতেই,নিজেকে কোয়ারেন্টিন না করে পার্টিতে অংশ নেওয়া এবং ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য তাঁকে নিন্দার মুখে পড়তে হয়। এখন তিনি সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (এসজিপিজিআইএমএস) ভর্তি রয়েছেন, হাসপাতালে দুর্ব্যবহারের জন্য সেখানেও তাঁকে সমালোচিত হয়। এদিকে, তার পরিবারের একজন জানান, "আমরা এখন পরীক্ষার রিপোর্ট নিয়ে চিন্তিত। মনে হয় কণিকার চিকিত্সায় উন্নতি হচ্ছে না এবং এই লকডাউনে আমরা উন্নত চিকিত্সার জন্য তাকে অন্য কোথাও পাঠাতেও পারছি না। এখন আমরা কেবল তার সুস্থতার জন্য প্রার্থনা করছি।"
আরও পড়ুন, বলিউডে থাবা করোনাভাইরাসের, আক্রান্ত গায়িকা কনিকা কাপুর
তিনি লন্ডন থেকে ফিরেছিলেন। লখনউতে একটি পার্টিতেও যোগ দিয়েছিলেন। গায়িকা কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজনৈতিক কর্মীরা। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় কনিকা কাপুরের কড়া সমালোচনা করেন চিত্র পরিচালক অশোক পন্ডিত (Ashoke Pandit)। গায়িকার দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি লেখেন,"আপনার লজ্জা পাওয়া উচিত। লন্ডন থেকে ফেরার পর পাঁচতারা হোটেলে পার্টিতে গেছেন, সেখানে অন্তত একশো জনের সংস্পর্শে আসার পরে কর্তৃপক্ষের কাছ থেকে সব লুকিয়েছেন। এখন আপনি আক্রান্ত। আপনার দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য অন্যদের জীবনকেও বিপদে ফেলেছেন।