Salman Khan: কুখ্যাত বিষ্ণোই গ্যাংয়ের হুমকি, Y+ নিরাপত্তায় ঘেরা হল সলমন খানকে

সম্প্রতি বিষ্ণোই গ্যাং সলমন খানকে হুমকি দেয় বলে খবর মেলে। সলমন খানের পানভেলের বাড়িতেই অভিনেতার উপর হামলা চালানো হতে পারে বলে হুমকি দেয়। যা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়।

Salman Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ১ নভম্বর: X থেকে এবার Y+ নিরাপত্তা পেলেন সলমন খান। Y+ নিরাপত্তার অর্থ, এবার থেকে সব সময় ২ জন করে সশস্ত্র নিরপত্তা রক্ষী সলমন খানের (Salman Khan) সঙ্গে থাকবেন। বিষ্ণোই গ্যাং সলমন খানকে হুমকি দেওয়ার পর এবার অভিনেতার নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় মুম্বই পুলিশের তরফে। সম্প্রতি বিষ্ণোই গ্যাং সলমন খানকে হুমকি দেয় বলে খবর মেলে। সলমন খানের পানভেলের বাড়িতেই অভিনেতার উপর হামলা চালানো হতে পারে বলে হুমকি দেয়। যা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। এরপরই সলমন খানের নিরাপত্তার বহর আরও বাড়ানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় মুম্বই পুলিশের তরফে। ওই ঘটনার পরই মুম্বই পুলিশ বলিউড (Bollywood) অভিনেতার নিরাপত্তা X থেকে এবার Y+ -এ উন্নীত করে। সলমন খানের বাড়ির সামনে সব সময় দুজন করে সশস্ত্র নিরাপত্তা রক্ষী মোতায়েন থাকবে বলে জানানো হয়।

প্রসঙ্গত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের স্ত্রী অমৃতা ফড়ণবীশের নিরাপত্তাও জোরদার করা হয়েছে অমতা ফড়ণবীশের বাড়ির সামনেও সব সময় ২ জন করে সশস্ত্র নিরাপত্তা রক্ষী মোতায়েন থাকবে বলে জানানো হয়।