Kapil Sharma's Net Worth Rs 300 Crores?: ৩০০ কোটির মালিক কপিল শর্মা? বিপুল সম্পত্তি নিয়ে কী বললেন অভিনেতা

একজন মধ্যবিত্ত মানুষের যা থাকে, তাঁরও তাই রয়েছে বলে জানান কপিল। জীবনে যখন তিনি সবচেয়ে কঠিন সময় পার করেন, তখন বহু অর্থক্ষতিও হয় তাঁর বলে জানান কপিল শর্মা।

Kapil Sharma (Photo Credit: Instagram)

মুম্বই, ১৫ মার্চ: কপিল শর্মা (Kapil Sharma) ৩০০ কোটির মালিক? সম্প্রতি এমন গুঞ্জনের জেরে জোর চর্চা শুরু হয়েছে। যা নিয়ে এবার মুখ খুললেন টেলিভিশনের জনপ্রিয় কমেডিয়ান। কপিল শর্মা বলেন, তিনি একজন মধ্যবিত্ত মানুষ। কপিল বলেন, তাঁর বাড়ি আছে, গাড়ি আছে আর রয়েছে পরিবার। একজন মধ্যবিত্ত মানুষের যা থাকে, তাঁরও তাই রয়েছে বলে জানান কপিল। জীবনে যখন তিনি সবচেয়ে কঠিন সময় পার করেন, তখন বহু অর্থক্ষতিও হয় তাঁর বলে জানান কপিল শর্মা। প্রত্যেক মাসে তিনি বেতন পান। এই মানসিকতা নিয়ে তিনি জীবনধারণ করেন। এমনই মন্তব্য কপিলের।

পাশাপাশি বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা আরও বলেন, পরিবারের জন্যই তাঁর বাড়ি, গাড়ি। তাই তিনি মধ্যবিত্ত মানুষ ছাড়া অন্য কিছু নন বলে জানান কপিল শর্মা। পাশাপাশি তিনি ৩০০ কোটির মালিক শুনে হেসে ফেলেন জনপ্রিয় এই কৌতুকশিল্পী।