Atul Parchure: শাহরুখ, সলমনের হিট সিনেমার জনপ্রিয় কমেডিয়ান অতুল পারচুরের ক্যান্সারে মৃত্যু

বলিউড ও মারাঠি সিনেমার জনপ্রিয় অভিনেতা অতুল পারচুর ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন। মাত্র ৫৭ বছর বয়েসে মারা গেলেন মূলত কমেডিয়ান এই মারাঠি অভিনেতা।

Atul Parchure. (Photo Credits: X)

বলিউড ও মারাঠি সিনেমার জনপ্রিয় অভিনেতা অতুল পারচুরে  (Atul Parchure)ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন। মাত্র ৫৭ বছর বয়েসে মারণ রোগ ক্যান্সারের কারণে মারা গেলেন মূলত কমেডিয়ান এই মারাঠি অভিনেতা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে থেকে মারাঠি ও বলিউড সিনেমার অভিনেতা-অভিনেত্রীরা অতুলের মৃত্যুতে শোক জানাচ্ছেন। ছোট পর্দা, বড় পর্দা-সব জায়গাতেই অতুল পারচুরের অভিনয় দর্শকদের মন কেড়েছে।

তাঁর কমেডি সেন্স, টাইমিং ছিল অসাধারণ। একবার এক বলিউড সিনেমার শ্যুটিং চলাকালীন কোনও এক কারণে খুব রেগে গিয়েছিলেন সলমন খান, সেই সময় কিছু এমন কথা বলেন অতুল যা শুনে সল্লু ভাই হেসে গড়িয়ে পড়েন। অতুল মানেই হাসি। এমনই সদা হাসি মুখে থাকা এক মানুষকে হারিয়ে চোখে জল বলিউডের।

প্রয়াত অভিনেতা অতুল পারচুরে

অক্ষয় কুমারের 'খাট্টা মিঠা' থেকে সলমন খানের 'পার্টনার', কিংবা শাহরুখ খানের 'বিল্লু বার্বার', বলিউডের বেশ কয়েকটি হিট সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেন অতুল।

প্রয়াত কমেডিয়ান অতুল পারচুরে

বলিউডে তাঁর প্রথম সিনেমা অজয় দেবগণের 'বেদর্দি'-তে। শাহরুখ খানের 'ফির ভি দিল হে হিন্দুস্থানি', পরিচালক নিখিল আদবানীর তারকাখচিত সিনেমা 'সালামে ইশক', অমিতাভ বচ্চনের 'বুঢঢা হোগা তেরা বাপ '-এ হাসানোর চরিত্রে জমিয়ে দেন অতুল।