Aamir Khan Donates to COVID-19 Relief Fund: করোনা-যুদ্ধে সাহায্যের হাত বাড়ালেন আমির খান
প্রচারের আলো থেকে তিনি বরাবরই দূরে থাকেন। সে কোনও পুরষ্কার বিতরণি অনুষ্ঠান হোক কিংবা কোনও সাহায্য। নিজেকে সবসময়ই প্রচারের আলো থেকে লুকিয়ে রাখতে পছন্দ করেন তিনি। তবে কোনও অফিসিয়াল বিবৃতি দেননি আমির খান (Amir Khan)। সুপারস্টারের ফ্যানেরাই টুইটারে শেয়ার করেছেন এই তথ্য 'Aamir Always Contributes' ট্যাগ দিয়ে। যা রীতিমত ট্রেন্ড করছে টুইটারে।
মুম্বই, ৮ এপ্রিল: প্রচারের আলো থেকে তিনি বরাবরই দূরে থাকেন। সে কোনও পুরষ্কার বিতরণি অনুষ্ঠান হোক কিংবা কোনও সাহায্য। নিজেকে সবসময়ই প্রচারের আলো থেকে লুকিয়ে রাখতে পছন্দ করেন তিনি। তবে কোনও অফিসিয়াল বিবৃতি দেননি আমির খান (Amir Khan)। সুপারস্টারের ফ্যানেরাই টুইটারে শেয়ার করেছেন এই তথ্য 'Aamir Always Contributes' ট্যাগ দিয়ে। যা রীতিমত ট্রেন্ড করছে টুইটারে।
করোনা মোকাবিলায় এগিয়ে এসেছে গোটা দেশ। যে যার সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে সরকারের কাছে। লকডাউন চলছে দেশজুড়ে। রোজগার বন্ধ এক শ্রেণির মানুষের। তাদের সাহায্যার্থে এবার এগিয়ে আসছেন ক্রীড়াবিদ থেকে সেলেবরা। এবার সেই তালিকায় নাম লেখালেন আমির খান। প্রধানমন্ত্রীর দুর্যোগ মোকাবিলা ত্রাণ তহবিল এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করলেন আমির খান। তাঁর আসন্ন ছবি লাল সিং চাড্ডা, সেই ছবিতে দৈনিক আয়তে যারা কাজ করতেন, তাদের খাওয়া-দাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অভিনেতা।
বরাবরই আড়ালে থেকে এগিয়ে এসেছেন সমাজের বিভিন্ন কাজে। তা সে সত্যমেব জয়তের মত অনুষ্ঠান হোক কিংবা ব্যক্তিগত ক্ষেত্রে। কখনই অন্যথা হয়নি এর।
▫️A Silent Guardian
▫️A Watchful Protector
▫️The one delivers in the need of the Hour
No I ain't talking about comic book hero here but a Real life hero On screen as wel as off Screen
A true Gentleman #AamirKhan ♡♡♡
Aamir Always Contributes
A Silent Contributor pic.twitter.com/dWMpB95dVn
— AK_fan (@Acekhan_fan) April 8, 2020
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)