Shah Rukh Khan Takes Asha Bhosle's Cup: আশা ভোঁসলের হাত থেকে এঁটো চা-এর কাপ ফেললেন শাহরুখ! বাদশার সম্মান জানানোর ভিডিয়ো দেখে কুর্নিশ নেটদুনিয়ার

অসাধারণ মানুষরা জায়গা ও পরিস্থিতি বিশেষে আচরণ করেন চেনা সাধারণ মানুষের মতোই। বড়দের শ্রদ্ধা আর সম্মান দেখানোর সুযোগ পেলে ছাড়েন না তাঁরাও। রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বিশ্বকাপের ম্যাচ চলাকালীন সময় দেখা গেল তেমনই একটি দৃশ্য।

Photo credits: X@iTheExcalibur_

আমেদাবাদ: অসাধারণ মানুষরা জায়গা ও পরিস্থিতি বিশেষে আচরণ করেন চেনা সাধারণ মানুষের মতোই। বড়দের শ্রদ্ধা আর সম্মান দেখানোর সুযোগ পেলে ছাড়েন না তাঁরাও। রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বিশ্বকাপের ম্যাচ চলাকালীন সময় দেখা গেল তেমনই একটি দৃশ্য। খেলা চলাকালীন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের (Asha Bhosle) হাত থেকে এঁটো চায়ের কাপ (dirty teacup) নিয়ে নিজের চেয়ার ছেড়ে উঠে পাশে থাকা সাহায্যকারীদের হাতে তুলে দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান (Bollwood Super Star Shah Rukh)। যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই শাহরুখকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।

একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, দর্শকাসনে বসে শাহরুখ কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে গল্প করছেন। পাশাপাশি বসে গল্প করছিলেন শাহরুখ ও আশা ভোঁসলে। যখন শাহরুখ বুঝতে পারে যে গানের আইকন খালি কাপ হাতে নিয়ে বসে আছেন। তখন বলিউড সুপারস্টার কাপটি তাঁর হাত থেকে নিয়ে নেন। আশা ভোঁসলে কাপ দিতে অনিচ্ছুক হলেও কোনও বাধা মানেননি বাদশা। কাপটি নিয়ে নিজের চেয়ার ছেড়ে উঠে পাশে থাকা সাহায্যকারীদের হাতে ডাস্টবিনে ফেলার জন্য তুলে দেন তিনি।

দেখুন ভিডিয়ো:

ভিডিয়োটি দেখে বাদশার ব্যবহারে মুগ্ধ ভক্তরা। একজন টুইটারাট্টি লিখেছেন, "এসআরকে, আপনি এত সুন্দর মানুষ কেন!?" অন্য একজন লিখেছেন, “শাহরুখ খানের গুরুজনদের প্রতি অটুট শ্রদ্ধা সত্যিই হৃদয়স্পর্শী। একজন অসাধারণ ও জনপ্রিয় মানুষকে শুধু সাফল্য বা কৃতিত্ব দিয়ে মাপা হয় না, আমাদের প্রিয় মূল্যবোধ দ্বারাও পরিমাপ করা হয়।"

দেখুন ভিডিয়ো:

অন্য একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, শাহরুখ স্ট্যান্ডে ঘোরাফেরা করছেন। তাঁর সঙ্গে দীপিকা পাড়ুকোন, রণবীর সিং এবং আয়ুষ্মান খুরানা ছিলেন। ক্লিপটিতে দেখা যাচ্ছে শাহরুখ আয়ুষ্মানকে জড়িয়ে ধরে অভিবাদন জানাচ্ছেন। আর পাশে দাঁড়িয়ে লজ্জায় লাল হয়ে উঠেছে দীপিকা। আরও পড়ুন: Shah Rukh Khan: আম্বানিদের পার্টিতে গলায়, হাতে সাপ ঝুলিয়ে দাঁড়িয়ে শাহরুখ, বাদশার কাণ্ডে হতবাক নেটবাসী

দেখুন ভিডিয়ো:



@endif