Bigg Boss 17: প্রিয়াঙ্কা চোপড়ার বোনের 'ঘনিষ্ঠ' স্বামী, ভিকিকে বিয়ে করে 'পস্তাচ্ছেন' অঙ্কিতা লোখন্ডে? দেখুন ভিডিয়ো
সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বিচ্ছেদের বেশ কয়েক বছর অঙ্কিতা লোখন্ডে ফের ভিকি জৈনের সঙ্গে সম্পর্কে জড়ান। ধুমধাম করে বিয়ের আসরেও বসেন অঙ্কিতা-ভিকি। তাঁদের বিয়ের আসরে বলিউড এবং টেলি জগতের একাধিক তারকা হাজির হন।
মুম্বই, ৮ জানুয়ারি: বিগ বসের (Bigg Boss) ঘরে ফের লড়াই করতে দেখা গেল অঙ্কিতা লোখন্ডে (Ankita Lokhande), ভিকি জৈনকে (Vicky Jain)। বসের ঘরে মানারা চোপড়াকে নিয়ে ভিকি-অঙ্কিতার মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে, কেঁদে ফেলেন অভিনেত্রী। এমনকী, বিয়ের আগে ভাবনা চিন্তা করে তাঁর সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন অঙ্কিতা। যা শুনে, ভিকি পালটা উত্তর দেন। জীবনে কোন সিদ্ধান্ত অঙ্কিতা ভাবনা চিন্তা করে নিয়েছেন বলে পালটা প্রশ্ন করেন ভিকি। যা শুনে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যান অঙ্কিতা লোখন্ডে।
আরও পড়ুন: Ankita Lokhande: অন্য অভিনেত্রীকে সুশান্তের চুম্বন দেখে মাথা ঘুরে যায়, কান্না অঙ্কিতার
দেখুন ভিডিয়ো...
প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বিচ্ছেদের বেশ কয়েক বছর অঙ্কিতা লোখন্ডে ফের ভিকি জৈনের সঙ্গে সম্পর্কে জড়ান। ধুমধাম করে বিয়ের আসরেও বসেন অঙ্কিতা-ভিকি। তাঁদের বিয়ের আসরে বলিউড এবং টেলি জগতের একাধিক তারকা হাজির হন। বিয়ের আড়াই বছরের মধ্যে বিগ বসের ঘরে একসঙ্গে হাজির হন অঙ্কিতা লোখন্ডে এবং ভিকি জৈন।
বিগ বসের ঘরে হাজির হওয়ার পর থেকেই অঙ্কিতা লোখন্ডে এবং ভিকি জৈনের সম্পর্কের রসায়ন ক্রমশ পালটাতে শুরু করে বলে অনেকে মনে করছেন।