Bhool Bhulaiyaa 3: হিট নাকি ফ্লপ! কেমন হল ভুল ভুলভুলাইয়া থ্রি? ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার পর কী প্রতিক্রিয়া নেটিজেনের?

ফ্রাঞ্চাইজির প্রথম দুই সিজিনের বক্স অফিস সাফল্যের পর তৃতীয় সিরিজের উপর স্বাভাবিকভাবেই আলাদা একটা চাপ তৈরি হয়েছে। বক্স অফিসের পরীক্ষায় কেমন ফল করল ভুল ভুলাইয়া থ্রি?

Bhool Bhulaiyaa 3 (Photo Credits: X)

ভৌতিক কাহিনীর সঙ্গে কৌতুকের ভরপুর মলবন্ধন ঘটিয়ে সৃষ্টি হয়েছে হরর কমেডি ঘরানা। আর হরর কমেডি যদি আপনার পছন্দের ঘরানা হয়ে থাকে তাহলে দিওয়ালিতে আপনার জন্যে মুক্তি পেয়েছে পরিচালক আনীস বাজমির তৈরি ভুল ভুলাইয়া থ্রি (Bhool Bhulaiyaa 3)। ভুল ভুলাইয়া (Bhool Bhulaiyaa) ফ্রাঞ্চাইজির তৃতীয় সিরিজে ফের দেখা গিয়েছে বিদ্যা বালনকে (Vidya Balan)। সঙ্গে বাড়তি পাওনা মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। কার্তিক আরিয়ান (Kartik Aaryan), তৃপ্তি দিমরি (Tripti Dimri), রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র, প্রমুখ তারকার মিশেলে ভুল ভুলাইয়া থ্রি ভয় ধরানোর পাশাপাশি কৌতুকের রসদেও কমতি রাখেনি।

শুক্রবার ১ নভেম্বর মুক্তি পেয়েছে ছবিটি। ভুল ভুলাইয়া থ্রি-র হাত ধরে প্রথমবার জুটি বেঁধেছেন কার্তিক আরিয়ান এবং তৃপ্তি দিমরি। ছবির টাইটেল ট্রাকে অসাধারণ যুগলবন্দি দেখা গিয়েছে দিলজিৎ এবং পিটবুলের। ফ্রাঞ্চাইজির প্রথম দুই সিজিনের বক্স অফিস সাফল্যের পর তৃতীয় সিরিজের উপর স্বাভাবিকভাবেই আলাদা একটা চাপ তৈরি হয়েছে। বক্স অফিসের পরীক্ষায় কেমন ফল করল ভুল ভুলাইয়া থ্রি (Bhool Bhulaiyaa 3)? দর্শকদের মনে কী জায়গা করে নিতে পারল ছবিটি? ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার পর কেমন প্রতিক্রিয়া নেটিজেনের?

কেমন হল ভুল ভুলভুলাইয়া থ্রি?