Bhool Bhulaiyaa 3 Box Office Day 3: দর্শকদের অনুরোধে মধ্যরাতেও প্রেক্ষাগৃহে ভুল ভুলাইয়া থ্রি, ৩ দিনে ছবির ব্যবসায় সেঞ্চুরি পার

সিংহম এগেনের জন্যে ভুল ভুলাইয়া থ্রির ব্যবসায় ভাটা পড়েনি এক ফোটাও। উলটে প্রেক্ষাগৃহে দর্শকদের চাপ বেড়েছে। এমনকি দর্শকদের অনুরোধে ছবির জন্যে বিশেষ রাতের শো'য়ের আয়োজন করতে হয়েছে।

Bhool Bhulaiyaa 3 (Photo Credits: X)

মুম্বই, ৪ নভেম্বরঃ নয়া রেকর্ড কার্তিক আরিয়ানের (Kartik Aaryan)। মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই ভুল ভুলাইয়া থ্রি প্রবেশ করল ১০০ কোটির বক্স অফিসে (Bhool Bhulaiyaa 3 Box Office Day 3)। হরর কমেডি ঘরানার এই ছবি দর্শকমহলে দারুণ প্রশংসা কুড়াচ্ছে। ভুল ভুলাইয়া থ্রি-র হাত ধরে কার্তিক নিজের পুরনো সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছেন।

দিওয়ালি (Diwali 2024) উপলক্ষ্যে মুক্তি পেয়েছিল কার্তিক আরিয়ান (Kartik Aaryan), বিদ্যা বালন, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি অভিনীত ভুল ভুলাইয়া থ্রি (Bhool Bhulaiyaa 3)। ২০০৭ সালে মুক্তি পাওয়া ভুল ভুলাইয়া (Bhool Bhulaiyaa) ফ্রাঞ্চাইজির তৃতীয় সিরিজ এটি। প্রথমটিতে ছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। তবে পরের দুটোতেই কার্তিক। দিওয়ালিতে ভুল ভুলাইয়া থ্রি-র সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছিল রোহিত শেট্টির (Rohit Shetty) কোপ ইউনিভার্সের 'সিংহম এগেন' (Singham Again)। বক্স অফিসে দুই ছবি একে অপরকে জবরদস্ত টক্কর দিয়েছে। ১০০ কোটির ঘর পার করেছে ভুল ভুলাইয়া থ্রি এবং সিংহম এগেন।

তবে প্রাথমিকভাবে জানা গিয়েছিল, প্রেক্ষাগৃহের টক্কর এড়াতে মুক্তির তারিখ পিছিয়ে দেবেন রোহিত শেট্টি। তবে শেষমেশ তা হয়নি। দিওয়ালিকেই নিজের ছবি সিংহম এগেনের মুক্তির জন্যে বেঁছে নেন তিনি। তবে সিংহম এগেনের জন্যে ভুল ভুলাইয়া থ্রির ব্যবসায় ভাটা পড়েনি এক ফোটাও। উলটে প্রেক্ষাগৃহে দর্শকদের চাপ বেড়েছে। এমনকি দর্শকদের অনুরোধে ছবির জন্যে বিশেষ রাতের শো'য়ের আয়োজন করতে হয়েছে।

অভিনেতা জানিয়েছেন, একাধিক প্রেক্ষাগৃহে ভুল ভুলাইয়া থ্রি-র (Bhool Bhulaiyaa 3) জন্যে রাতের বিশেষ স্ক্রিনিং-এর ব্যবস্থা করা হয়েছে। দর্শকদের অনুরোধে রাত ১টা এবং রাত ৩টের সময়ে প্রেক্ষাগৃহে চলছে  ভুল ভুলাইয়া থ্রি (Bhool Bhulaiyaa 3)।