Rani Chatterjee On Sajid Khan: স্তনের মাপ জানতে চান সাজিদ খান, পরিচালককে নিয়ে বিস্ফোরক অভিনেত্রী রানি

দিল্লির মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিওয়াল অভিযোগ করেন, সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার একাধিক অভিযোগ রয়েছে। ফলে বসের ঘর থেকে সরানো হোক পরিচালককে।

Sajid Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ১৬ অক্টোবর: সাজিদ খানের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ করলেন ভোজপুরী অভিনেত্রী রানি চ্যাটার্জি। ভোজপুরী অভিনেত্রীর অভিযোগ, 'হিম্মতওয়ালা'-র শ্যুটিংয়ের সময় সাজিদ খানে তাঁকে বাড়িতে ডাকেন। ওই সময় রানি চ্যাটার্জির স্তনের মাপ দেখতে চান সাজিদ খান। শুধু তাই নয়, রানি যাতে ফাঁকা ঘরে সাজিদের সামনে পা বের করে দেখান, সেই নির্দেশও দেন পরিচালক। অডিশনের সময় সাজিদ খান তাঁকে অশ্লীলভাবে স্পর্শ করেন বলেও অভিযোগ করেন রানি চ্যাটার্জি। প্রসঙ্গত মিটু-এর সময় সাজিদ খানের বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্থার অভিযোগে তোলপাড় হয়ে যায় বলিউড। সাজিদের বিরুদ্ধে মি টু-এর অভিযোগের জেরে তাঁকে হাউসফুল ৪-এর পরিচালনা থেকে বাদ দেওয়া হয়। যা নিয়ে অবশ্য মুখ খুলতে দেখা যায়নি সাজিদ খানকে।  ওই ঘটনার বেশ কয়েক বছর পর সাজিদ খান এবার বিগ বস ১৬-এর ঘরে এলে, তাঁকে সলমনের শো থেকে সরানো হোক বলে দাবি করা হয় দিল্লির মহিলা কমিশনের তরফে।

দিল্লির মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিওয়াল অভিযোগ করেন, সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার একাধিক অভিযোগ রয়েছে। ফলে বসের ঘর থেকে সরানো হোক পরিচালককে।

সাজিদ খানকে বিগ বসের ঘর থেকে সরানোর দাবি করতেই স্বাতী মালিওয়ালকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন দিল্লির মহিলা কমিশনের প্রধান।