Aryan Khan Drugs Case: শনিবার সকালে এনসিবির অফিসে শাহরুখের ম্যানেজার পূজা, ফের শোরগোল
আরিয়ান খানের পড়াশোনা, মেডিকেল হিস্ট্রি সহ যাবতীয় তথ্য নিয়ে শাহরুখের ম্যানেজার আজ এনসিবির অফিসে হাজির হন। আরিয়ানের সম্পর্কে সমস্ত খবর নিতেই পূজা দাদলানিকে এনসিবির অফিসে ডেকে পাঠানো হয়।
মুম্বই, ২৩ অক্টোবর: এবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) অফিসে হাজির হলেন শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি। শনিবার সকালে পূজা দাদলানিকে এনসিবির অফিসে হাজির হতে দেখা যায়। শনিবার সকালে পূজা (Pooja Dadlani) কেন এনসিবির অফিসে হাজির হলেন, তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়।
রিপোর্টে প্রকাশ, আরিয়ান খানের (Aryan Khan) পড়াশোনা, মেডিকেল হিস্ট্রি সহ যাবতীয় তথ্য নিয়ে শাহরুখের (Shah Rukh Khan) ম্যানেজার আজ এনসিবির অফিসে হাজির হন। আরিয়ানের সম্পর্কে সমস্ত খবর নিতেই পূজা দাদলানিকে এনসিবির অফিসে ডেকে পাঠানো হয়। শাহরুখের পাশাপাশি আরিয়ানের ম্যানেজার হিসেবেও কাজ করেন পূজা। সেই কারণেই তাঁকে ডেকে পাঠানো হয় এনসিবির দফতরে।
আরও পড়ুন: Nusrat Jahan: যশের সঙ্গে কাশ্মীরে উড়ে গেলেন নুসরত, কোথায় ছোট্ট ঈশান! জল্পনা
এদিকে শুক্রবার মন্নতে (Mannat) তহাজির হন এনসিবি অফিসাররা। কোনও ধরনের তল্লাশি নয়, মন্নতে গুরুত্বপূর্ণ পেপার ওয়ার্ক করতেই তাঁরা হাজির হন বলে জানান এনসিবির ডিরেক্টর সমীর ও.য়াংখেড়ে।