Arijit Singh Mumbai Concert 2025: লাখ টাকা ছুঁইল অরিজিতের কনসার্টের টিকিট মূল্য, মিলবে অ্যালকোহল ও স্ন্যাকসের জোগান
টিকিটের সর্বোচ্চ দাম দেখে তো চমকে উঠল নেটবাসী। হাজারের ঘর পার করে লক্ষ ছুঁইছুঁই অরিজিৎ সিংয়ের কনসার্টের টিকিটের দাম। গায়ককে ঘিরে ভক্তদের উন্মাদনা কোন পর্যায়ে পৌঁছেছে তা বলাই বাহুল্য।
Arijit Singh Mumbai Concert 2025: আগামী বছর মুম্বইয়ে কনসার্ট করবেন অরিজিৎ সিং। যার কণ্ঠস্বরে মুগ্ধ আসমুদ্র হিমাচল তাঁর শো মানে বোঝাই যাচ্ছে শ্রোতাদের উন্মাদনা কোন পর্যায়ে রয়েছে। কনসার্টের টিকিট নিয়ে শ্রোতাদের মধ্যে বাঁধল কাড়াকাড়ি। ২২ ডিসেম্বর, রবিবার অরিজিতের মুম্বই শো'য়ের টিকিট Zomato-এর ডিস্ট্রিক্ট-এ লাইভ হয়েছে। আর সেখানেই টিকিটের সর্বোচ্চ দাম দেখে তো চমকে উঠল নেটবাসী। হাজারের ঘর পার করে লক্ষ ছুঁইছুঁই অরিজিৎ সিংয়ের কনসার্টের টিকিটের দাম। গায়ককে ঘিরে ভক্তদের উন্মাদনা কোন পর্যায়ে পৌঁছেছে তা বলাই বাহুল্য।
এর আগে অরিজিতের মুম্বই কনসার্টের টিকিটের সর্বোচ্চ দাম উঠেছিল ৮৫,০০০ টাকা। টিকিট লাইভ হওয়ার মাত্র ৪ মিনিটের মধ্যেই যা 'সোল্ড আউট' হয়ে গিয়েছিল। সেই রেকর্ড পার করে এবার নতুন ট্রেন্ড সেট করতে চলেছেন সঙ্গীতশিল্পী। শো'য়ের জন্যে আয়জকেরা আরও আসন সংখ্যা বাড়িয়েছেন। যার দাম এবার ছুঁইল ৯৫,০০০ টাকায়। সবচেয়ে ব্যয়বহুল এই 'ডায়ামন্ড বিভাগে' আসন সংখ্যা মাত্র ২টি। এখাবে দর্শকদের জন্যে থাকবে অ্যালকোহলের ব্যবস্থা। পরিবেশিত হবে স্ন্যাকস।
অরিজিৎ সিং ২০২৫ সালের ২৩ মার্চ মুম্বইয়ে মঞ্চ মাতাবেন। বান্দ্রার জিও ওয়ার্ল্ড গার্ডেনে গান গাইবেন গায়ক। আয়োজক সংস্থ হল ইভা লাইভ এবং তারিশ এন্টারটেইনমেন্ট। অরিজিতের মুম্বই কনসার্টের টিকিটের দাম শুরু হচ্ছে ১৩,৫০০ টাকা থেকে। এটি হল গোল্ড বিভাগ। এরপর রয়েছে প্ল্যাটিনাম বিভাগ। যার টিকিট মূল্য গোল্ডের প্রায় দ্বিগুণ, ২৫,০০০ টাকা। গোল্ড এবং প্ল্যাটিনাম বিভাগের পর এবার নতুন করে ডায়ামন্ড বিভাগটি জুড়েছেন আয়োজনরা। যার দাম লাখ টাকা ছুঁইছুঁই।
পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের (Diljit Dosanjh) দিল-লুমিনাটি ট্যুরের দামকেও ছাপিয়ে গেল অরিজিতের কনসার্টের টিকিট। এর আগে কোন শিল্পীর লাইভ কনসার্টের টিকিতের দাম এই পর্যায়ে পৌঁছয়নি।