Arijit Singh: অরিজিতের কনসার্টে মহিলা ভক্তকে ঘাড় ধাক্কা, মঞ্চের উপর থেকে ক্ষমা চাইলেন গায়ক

ব্রিটেনের অরজিতের কনসার্টে এক মহিলা ভক্ত মঞ্চের উপরে থাকা গায়ককে কাছ থেকে দেখতে এবং তাঁর সঙ্গে হাত মেলাতে এসে নিরাপত্তারক্ষীদের ঘাড় ধাক্কা খেলেন।

Arijit Singh UK concert (Photo Credits: X)

ব্রিটেনে অরিজিৎ সিংয়ের (Arijit Singh) মনমাতানো পারফর্মেন্সের মাঝে ঘটে গেল এমন এক ঘটনা যার জন্যে মাথা নিচু করে ক্ষমা চাইলেন সঙ্গীত শিল্পী। মঞ্চের উপর পছন্দের তারকাকে পারফর্ম করতে দেখে তাঁকে একবার ছুঁয়ে দেখার বাসনা জাগে সকল ভক্তের মনেই। আর সেই বাসনার জেরেই অরিজিতের এক মহিলা ভক্তকে ঘাড় ধাক্কা খেতে হল। মঞ্চে উপচে পড়া ভিড়ের মাঝেও সেই দৃশ্য চোখ এড়াল না গায়কের। নিরাপত্তারক্ষীর এমন আচরণের জন্যে ভক্তের কাছে মাথা নিচু করে ক্ষমা চাইলেন অরিজিৎ।

ব্রিটেন জুড়ে গানের দ্যুতি ছড়াচ্ছেন বলিউড শিল্পী অরিজিৎ সিং। চতুর্থ দিনের অনুষ্ঠানের মাঝে এক মহিলা ভক্ত মঞ্চের উপরে থাকা গায়ককে কাছ থেকে দেখতে এবং তাঁর সঙ্গে হাত মেলাতে এসে নিরাপত্তারক্ষীদের ঘাড় ধাক্কা খেলেন। নিরাপত্তার বলয় টোপকে শিল্পীর কাছে যেতেই তাঁর ঘাড় ধরে ধাক্কা দিলেন নিরাপত্তাকর্মীরা। মঞ্চ থেকে গোটা ঘটনাটি দেখতে পান অরিজিৎ। নিজের গলায় হাত দেখিয়ে নিরাপত্তাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন 'এইভাবে কাউকে আঁকড়ে ধরা ঠিক নয়'।

মঞ্চে দাঁড়িয়েই নিরাপত্তাকর্মীর কাছে হেনস্থা হওয়া মহিলা ভক্তের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ। বললেন, 'আমি খুবই দুঃখিত। আমি যদি ওখানে থাকতাম, কখনই এমনটা হতে দিতাম না। আপনাকে আমি রক্ষা করতাম। কিন্তু আমি পারিনি'।

ঘটনার ভিডিয়ো শেয়ার করেছেন মহিলা ভক্ত...

অরিজিতের কনসার্টে নিজের সঙ্গে ঘটে যাওয়া গোটা ঘটনাটির ক্যামেরাবন্দি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন ওই মহিলা ভক্ত। সেই ভিডিয়ো ভাইরাল হতেই অনুরাগীদের কমেন্টের বন্যা বইতে শুরু করেছে।



@endif