Anushka Sharma: ‘অন্যায়ভাবে’ চাপানো হচ্ছে কর, কর বিভাগকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দারস্ত অনুষ্কা শর্মা

কর বিভাগের নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে মোট চারটি পিটিশন জমা দিয়েছেন নায়িকা। যার মধ্যে দুটি পিটিশনের শুনানি হয়েছে বৃহস্পতিবার।

Anushka Sharma (Photo Credits: Instagram)

মুম্বই, ১৩ জানুয়ারিঃ  অন্যায়ভাবে কর চাপানো হচ্ছে তাঁর উপর। অভিযোগ তুলে বোম্বে হাইকোর্টের দারস্ত অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। কর বিভাগের নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে পাল্টা পিটিশন জমা করেছেন নায়িকা। ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ এই চার অর্থবর্ষের করের হিসাবে রয়েছে গণ্ডগোল। কর বিভাগের মতে, ওই বছর গুলোর কর বাকি রয়ে গিয়েছে অনুষ্কার। কর ফাঁকির অভিযোগ তুলে নায়িকার কাছে একটি নোটিস পাঠায় কর বিভাগ (Tax Department)। আর সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে Bombay High Court) পাল্টা পিটিশন জমা দেন বিরাট পত্নী।

কর বিভাগের নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে মোট চারটি পিটিশন জমা দিয়েছেন নায়িকা। যার মধ্যে দুটি পিটিশনের শুনানি হয়েছে বৃহস্পতিবার। বিচারপতি নিতিন জামদার এবং অজয় আহুজার ডিভিশন বেঞ্চে চলছে মামলা। বৃহস্পতিবারের পর আগামী শুনানির তারিখ দেওয়া হয়েছে ৬ ফেব্রুয়ারি। অনুষ্কার পিটিশনের ভিত্তিতে বোম্বে হাইকোর্ট কর বিভাগকে একটি নোটিস পাঠায়। যেখানে উল্লেখ করা হয়েছে, পরবর্তী শুনানির আগে অভিনেত্রীর পিটিশনের জবাব দিতে হবে কর বিভাগকে।