Saraswati Puja 2023: বলিপাড়ায় সরস্বতী পুজো, পাত পেড়ে খিচুড়ি আর পাঁপড় ভাজা খেলেন তারকারা

সরস্বতী পুজো মানেই খিচুড়ি ভোগ। বলি তারকাদের এদিন পাত পেড়ে খিচুড়ি, আলুর দম, পাঁপড় ভাজা খেতে দেখা দিয়েছে। ডায়েট ভুলে এদিন খিচুড়িতে হাত ডুবিয়েছিলেন বলিউড অভিনেতারা।

Anurag Basu celebrates Saraswati Puja 2023 (Photo Credits: Instagram)

মুম্বই, ২৭ জানুয়ারিঃ চলচ্চিত্র পরিচালক অনুরাগ বসু (Anurag Basu) নিজের বাড়িতে গতকাল আয়োজন করেছিলেন সরস্বতী পুজোর (Saraswati Puja 2023)। মুম্বইবাসী হলেও পরিচালক আদ্যপান্ত বাঙালিই। তাই বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীর আরাধনা না করলে চলে। অনুরাগ বসুর বাড়ির সরস্বতী পুজোয় ইন্ডাস্ট্রির বহু তারকা নিমন্ত্রিত ছিলেন।

বৃহস্পতিবার সরস্বতী পুজো (Saraswati Puja 2023) উপলক্ষ্যে বলিউডের বহু তারকা পৌঁছে গিয়েছিলেন পরিচালক অনুরাগ বসুর বাড়ির পুজোয়। কার্তিক আরিয়ান (Kartik Aaryan), রাজকুমার রাও (Rajkummar Rao), পত্রলেখা (Patralekha), অভিষেক বচ্চন (Abhishek Bachchan), আদিত্য রায় কাপুর (Aditya Roy Kapoor) প্রমুখ তারকারা এদিন উপস্থিত হয়েছিলেন পরিচালকের বাড়ির সরস্বতী পুজোয়। তাও আবার একেবারে সাবেকি বেসে। অভিনেতাদের প্রত্যেকের পরনে জ্বলজ্বল করছে পাজামা পাঞ্জাবি। আর অন্যদিকে শাড়িতে দেখা গিয়েছে পত্রলেখা, ফতিমা সানা শেখ প্রমুখদের।

অনুরাগ বসুর বাড়িতে সরস্বতী পুজো উদযাপনঃ 

 

View this post on Instagram

 

A post shared by Anurag Basu (@anuragbasuofficial)

সরস্বতী পুজো (Saraswati Puja 2023) মানেই খিচুড়ি ভোগ। বলি তারকাদের এদিন পাত পেড়ে খিচুড়ি, আলুর দম, পাঁপড় ভাজা খেতে দেখা দিয়েছে। ডায়েট ভুলে এদিন খিচুড়িতে হাত ডুবিয়েছিলেন বলিউড অভিনেতারা।