Akshay Kumar: আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর ব্যাগ হাতে অক্ষয়, কেন নিজের 'পার্স' বহন করছেন না! সমালোচনার মুখে টুইঙ্কেল

আম্বানিদের অনুষ্ঠান মানেই দেশ বিদেশ থেকে নামীদামী সব ব্যক্তিত্বের সমাগম। এমন এক এলাহি বিয়ের অনুষ্ঠানে স্ত্রী টুইঙ্কেল খান্নার হাতব্যাগটি নিজে হাতে করে নিয়ে ঢুকতে দেখা গিয়েছে অক্ষয়কে

Akshay Kumar and Twinkle Khanna at Anant and Radhika Wedding Reception (Photo Credits: Instagram)

'সারফিরা'র (Sarfira) প্রচারে করোনা আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। আর সেই কারণেই তিনি মুকেশ আম্বানির (Mukesh Ambani) কনিষ্ঠ পুত্রের বিয়েতে হাজির হতে পারেনি তিনি। তবে অনন্ত এবং রাধিকার প্রীতিভোজ বা রিসেপশন অনুষ্ঠানে স্ত্রী টুইঙ্কেল খান্নাকে (Twinkle Khanna) নিয়ে পৌঁছে গিয়েছিলেন খিলাড়ি। মানানসই রঙের পোশাকে এদিন দেখা গিয়েছে 'পাওয়ার কাপল'কে। সেই ভিডিয়ো নেটপাড়ায় প্রকাশ পেতেই নেটিজেনদের চোখ টেনেছে অন্য কিছু। আম্বানিদের অনুষ্ঠান মানেই দেশ বিদেশ থেকে নামীদামী সব ব্যক্তিত্বের সমাগম। এমন এক এলাহি বিয়ের অনুষ্ঠানে স্ত্রী টুইঙ্কেল খান্নার হাতব্যাগটি নিজে হাতে করে নিয়ে ঢুকতে দেখা গিয়েছে অক্ষয়কে (Akshay Kumar)। তবে কেন টুইঙ্কেল নিজের 'পার্স' নিজে বহন না করে স্বামী অক্ষয়কে নিয়ে বহন করাচ্ছেন তা নিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন রাজেশ কন্যা।

আরও পড়ুনঃ ভারতে এসে ইসকন মন্দির দর্শনে কিম, খাবার পরিবেশনায় 'কার্দাশিয়ান সিস্টার্স'

দেখুন... 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)



@endif