Aishwarya Rai Bachchan: মেয়ের জন্য বিচ্ছেদের পথে এগোচ্ছেন না? বচ্চনদের বাড়ি ছাড়লেন ঐশ্বর্য!

কন্যা আরাধ্যার কথা চিন্তা করে অভিষেক কিংবা ঐশ্বর্য কেউই বিচ্ছেদের চিন্তা করছেন না। ফলে তাঁরা এই মুহূর্তে বিয়ে ভাঙতে আইনি পদক্ষেপের রাস্তায় যাচ্ছেন না বলেই বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর।

Abhishek Bachchan, Aishwarya Rai (Photo Credit: Instagram)

মুম্বই, ১৫ ডিসেম্বর: বচ্চনদের বাংলো ছাড়লেন ঐশ্বর্য (Aishwarya Rai)? অভিষেক বচ্চন (Abhishek Bachchan) কিংবা শ্বশুরবাড়ির কারও সঙ্গে আর থাকছেন না ঐশ্বর্য রাই। এমনই একটি খবরের জেরে সম্প্রতি বি টাউনে জোর জল্পনা শুরু হয়। টাইমস নাও-এর খবর অনুযায়ী, ঐশ্বর্য এবং অভিষেকের মধ্যে বহুদিন ধরেই বিবাদ চলছিল। সম্প্রতি এই তারকা জুটির বিবাদের জল কার্যত তাঁদের মাথার উপর দিয়ে বইতে শুরু করে। যার জেরে ঐশ্বর্য মেয়ে আরাধ্যাকে নিয়ে বচ্চনদের বাড়ি ছেড়ে পৃথক থাকতে শুরু করেন বলে খবর। যদিও কন্যা আরাধ্যার কথা চিন্তা করে অভিষেক কিংবা ঐশ্বর্য কেউই বিচ্ছেদের চিন্তা করছেন না। ফলে তাঁরা এই মুহূর্তে বিয়ে ভাঙতে আইনি পদক্ষেপের রাস্তায় যাচ্ছেন না বলেই বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর। সন্তানের জন্যই অভিষেক, ঐশ্বর্য নিজেদের সম্পর্কের কাঁটাছেড়া প্রকাশ্যে করতে চান না বলে খবর। পাশাপাশি বচ্চনরাও চাইছেন না, অভিষেক, ঐশ্বর্যর বিয়ে ভাঙার খবর নিয়ে বলিউডে জল্পনা শুরু হোক। সবিছু মিলিয়ে ঐশ্বর্য বচ্চনেদরবাড়ি ছাড়লেও, তাঁরা এ বিষয়ে কেউ কোনও মন্তব্য করতে রাজি নন।

আরও পড়ুন: Aishwarya Rai Video: বিমানবন্দরে ঐশ্বর্য, রাইয়ের সৌন্দর্যে মুগ্ধ অনুরাগীরা

প্রসঙ্গত জয়া বচ্চন এবং ঐশ্বর্য রাইয়ের মধ্যে দূরত্ব বেশ কয়েক বছর ধরেই চোখে পড়তে শুরু করে। এমনকী শাশুড়ি, বউমা এক জায়গায় হাজির হয়ে, কেউ কাউকে কার্যত পাত্তা দেন না। স্ত্রী, পরিবার এবং সন্তানের মধ্যে কাকে বেছে নেবেন, সেই সিদ্ধান্ত নিতে না পেরে, অভিষেক অত্যন্ত দোলাচলে রয়েছেন বলেও খবর মেলে।